ভুরুঙ্গামারী সীমান্তের শূন্যরেখায় বিএসএফের সিসি ক্যামেরা

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৪
শেয়ার :
ভুরুঙ্গামারী সীমান্তের শূন্যরেখায় বিএসএফের সিসি ক্যামেরা

কুড়িগ্রাম ভুরুঙ্গামারীর দক্ষিণ বাঁশজানী সীমান্তের শূন্যরেখায় সিসি ক্যামেরা স্থাপন করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার ভোরে ফজরের নামাজ আদায় করে স্থানীয় মুসল্লিরা দেখতে পান বাংলাদেশের দিকে তাক করে একটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

গতকাল রবিবার গভীর রাতে ছোট গাড়ল ঝড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি সীমান্তের ৯ এসএর ৯৭৮ নম্বর আর্ন্তজাতিক সীমানা পিলারের পাশে শূন্যরেখায় ইউক্লিপটাস গাছে একটি সিসি ক্যামেরা স্থাপন করে। বিষয়টি বিজিবেকে জানালে বিজিবি বিএসএফকে ডেকে প্রায় টানা দেড় ঘণ্টা আলোচনা করে কড়া প্রতিবাদ জানান এবং সিসি ক্যামেরা দ্রুত অপসারণ করতে বলেন।

তবে এ নিয়ে বিজিবি-বিএসএফের একাধিক আলোচনা হলেও সন্ধ্যা পর্যন্ত ক্যামেরা খুলে নিয়ে যায়নি বিএসএফ।

স্থানীয়রা জানান, দক্ষিণ বাঁশজানি ঝাকুয়াটারী সীমান্তে স্থাপিত ২০০ বছরের পুরাতন আলোচিত দুই দেশের এক মসজিদটি পুননির্মাণের কাজ চলছে। এই মসজিদকে ঘিরে বিএসএফ মসজিদের সন্নিকটে রাতের আধাঁরে সিসি ক্যামেরা স্থাপন করেছে। যেটি আমাদের নিরাপত্তার সংকট সৃষ্টি করেছে।

দক্ষিণ বাঁশজানি ঝাকুয়াটারী জামে মসজিদের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক কফিলুর রহমান জানান, তাদের এই মসজিদে ভারত-বাংলাদেশের মানুষ একি জামাতে নামাজ পড়েন। মসজিদটি তাদের পূর্ব পুরুষ স্থাপন করেছেন। দেশভাগের সময় গ্রামের মাঝ দিয়ে সীমান্ত রেখা টানা হলেও তাদের সম্পর্ক ভাগ হয়নি। তখন থেকে তারা একসঙ্গে একই মসজিদে নামাজ পড়েন। মসজিদটি পুরাতন হয়ে গেলেও নতুন করে স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এতে বিএসএসফ দফায় দফায় বাধা দেয়। তাদের বাধার মুখে দুই বছর ধরে মসজিদের কাজ বন্ধ রয়েছে। এবার রাতের আধাঁরে তারা সিসি ক্যামেরা লাগিয়ে গেছে। এতে আমাদের মাঝে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে।

কুড়িগ্রাম ২২ বিজিবির পরিচালক লে. কর্ণেল মাসুদুর রহমান জানান, শূন্যরেখায় সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে বিএসএফকে তাৎক্ষণিক প্রতিবাদ জানানো হয়েছে। এ নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা ক্যামেরা অপসারণের আশ্বাস দিয়েছে।