দেশে ইনসাফের শাসন দেখতে চাই: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে ইনসাফের শাসন দেখতে চায় বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ সোমবার রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে বই প্রকাশনা উৎসবে এ মন্তব্য করেন তিনি।
দলটির আমির জানান, তার দল দেশে ইনসাফের শাসন দেখতে চায়। এজন্য শত্রুর কাছে ভালো কিছু থাকলে সেটা নিতে হবে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি আরও বলেন, ‘কেউ এসে কোনো দাবি পূরণ করে দেবে না। এ জন্য মেনে নেওয়ার মানসিকতা ও উদারতাও থাকতে হবে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জামায়াতে আমীর শফিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন। এ সময় বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়।