অভিনয়ে ইমনের স্ত্রী
শোবিজের পরিচিত মুখ মামনুন ইমন। দীর্ঘদিনের ক্যারিয়ারে কাজ করেছেন সিনেমা, নাটক ও বিজ্ঞাপনে। তারই ধারাবাহিকতায় নতুন বিজ্ঞাপনে কাজ করলেন এই অভিনেতা। তবে এবার তার সঙ্গী হয়েছেন তার স্ত্রী আয়েশা ইসলাম আশা। এর মধ্যদিয়ে অভিনয়ের খাতায় নাম লিখালেন আয়েশা।
ইমন বলেন, ‘এটি আমার জন্য অনন্য এবং স্মরণীয় একটি অভিজ্ঞতা ছিল। স্বামী-স্ত্রী মিলে কাজ করেছি। এটি প্রথমবার, তবে শেষবার কি না জানি না।’
অভিনেতা জানান, স্ত্রীর সঙ্গে কাজের জন্য একটি রোমান্টিক গল্প বেছে নিয়েছেন তিনি। এটি দর্শকেরও ভালো লাগবে- এমনটাই তার প্রত্যাশা।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
মডেল হওয়া আয়েশা প্রসঙ্গে বলেন, ‘ইমন সাহস জুগিয়েছে তাই কাজটি করতে পারলাম। এটা একটা নতুন অভিজ্ঞতা আমার জন্য। দেখার অপেক্ষায় আছি কেমন ফিডব্যাক আসে।’
খুব শিগরিই বিজ্ঞাপনটি প্রচারে আসবে বলে জানিয়েছেন চিত্রনায়ক ইমন।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
বলা দরকার, ২০০৮ সালে ভালোবেসে গোপনে আয়েশাকে বিয়ে করেন ইমন। তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে ৭ বছর পর। আর ইমনও শোবিজের বিভিন্ন অনুষ্ঠান কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে স্ত্রীকে খুব একটা সামনে আনেন না।