বাঁধনকে খোঁচা দিলেন তসলিমা নাসরিন
বৈষম্যবিরোধী আন্দোলনে সরব ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছাত্র-জনতার সঙ্গে সরকার পদত্যাগের এক দফা দাবিতে ছিলেন রাজপথে। আওয়াজ তুলেছিলেন মিছিলের অগ্রভাগে। বাঁধনের কণ্ঠে সেসময়ের অনেক স্লোগানই নেটদুনিয়ায় ভাইরাল হয়। অভিনেত্রীর তেমনই একটি ভিডিও ক্লিপ শেয়ার করে খোঁচা দিলেন সমালোচিত ও নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।
বৈষম্যবিরোধী আন্দোলনে বাঁধনের ‘সংস্কার’ প্রসঙ্গে কথা বলার ভিডিও ক্লিপটি ফেসবুকে শেয়ার করে তসলিমা নাসরিন লিখেছেন, ‘এই মহিলাটি যে গলা ফাটিয়ে দেশের সংস্কার করবে বলল, এ পর্যন্ত দেশের কী কী সংস্কার করেছে সে?’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
শেয়ার করা ১৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মাইকে হাতে চিকিৎকার করে বাঁধন বলছেন, ‘এই দেশটা আমার, এই দেশের সংস্কার করব আমরাই…।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এদিকে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশকে নিয়ে নানান ধরনের কথা বলে যাচ্ছেন ভারতে অবস্থানরত সমালোচিত এই লেখিকা। তার লেখায় থাকছে উসকানিমূলক নানা কথা।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’