ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান, নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৯
শেয়ার :
ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান, নিহত ৩৩

ভারতের ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযানে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। গতকাল রবিবার বিজাপুরের ইন্দ্রাবতী জাতীয় উদ্যানে আট ঘণ্টা ধরে চলে নিরাপত্তা বাহিনীর এই বিশেষ অভিযান।  ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, নিহতদের মধ্যে ১১ জন নারী রয়েছে। 

জানা গেছে, মহারাষ্ট্রের সীমানা থেকে ১৫ কিলোমিটার দূরে মাওবাদী বিরোধী অভিযান শুরু হয়েছিল সকাল আটটায়। বিকেল ৪টা পর্যন্ত মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর লড়াই হয়।

এই ঘটনায় দুইজন নিরাপত্তা কর্মীও মারা গেছেন। তাদের মধ্যে একজন ডিস্ট্রিক্ট রিসার্ভ গার্ডের(ডিআরজি) হেড কনস্টেবল এবং অন্যজন বিশেষ টাস্ক ফোর্সের(এসিএফ) কনস্টেবল। এ ছাড়া দুইজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। অভিযানে অংশ নিয়েছিল ডিআরজি, এসটিএফ, বাস্তার ফাইটার্স এবং রাজ্যস্তরের পুলিশ ও মাওবাদী বিরোধী বিশেষ বাহিনী।

পুলিশের অতিরিক্ত মহাপরিচালক বিবেকানন্দ সিনহা মিডিয়াকে জানিয়েছেন, এই জাতীয় উদ্যানে নিরাপত্তা বাহিনী আগে বেশি সক্রিয় ছিল না। আগে ভাবা হতো, এখানে অপারেশন চালানো সম্ভব নয়। তা সত্ত্বেও তারা অপারেশন চালায়।

বাস্তার অঞ্চলের পুলিশেোর মহাপরিদর্শক সুন্দররাজ পি জানিয়েছেন, হেলিকপ্টারে করে আহতদের রায়পুরে নিয়ে যাওয়া হয়েছে। আহত জওয়ানরা ভালো আছেন।