আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানা ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ সোমবার উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি
সোমবার সকাল ১০টা বিআইসিসিতে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিকাল ৩টায় সিরডাপ মিলনায়তনে BLAST আয়োজিত ‘বাংলাদেশ কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২১ এর সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করণীয়’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
ধর্ম উপদেষ্টার কর্মসূচি
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
২০২৫ সালের হজ ব্যবস্থাপনার অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিং করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এটি অনুষ্ঠিত হবে।
বিএনপির কর্মসূচি
সোমবার দুপুর ২টায় মতিঝিল কলোনি ঈদগাহ মাঠে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত ৩১ দফা সংস্কার কর্মসূচি ও জনসম্পৃক্তায় ঢাকা মহানগর দক্ষিণের মতিঝিল থানায় কর্মশালা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
৩১ দফা সংস্কার কর্মসূচির উপস্থাপন ও বিশ্লেষণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য মাহাদী আমিন ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
সোমবার দুপুর ২টায় মধুবাগ মাঠে ঢাকা মহানগর উত্তর হাতিরঝিল থানা বিএনপির কর্মীসভা ও ৩১ দফা কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক।
জামায়াতের কর্মসূচি
সোমবার সকাল ১০টায় মগবাজার আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের কর্মসূচি রয়েছে।
নাগরিক ঐক্যের কর্মসূচি
সোমবার সকাল ১১টায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।