১২ নারী ফুটবলার বেতনের আওতায়

ক্রীড়া প্রতিবেদক
১০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
শেয়ার :
১২ নারী ফুটবলার বেতনের আওতায়

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ১২ নারী ফুটবলারকে বেতনের আওতায় নিয়ে এসেছে। সাবিনা খাতুনরা যদি অনুশীলন না করতে আসেন তো আরো দশজনকে ক্যাম্পে ডাকা হবে।

নারী ও পুরুষ ফুটবলারদের একটা বেতন ফুটবল ফেডারেশন থেকে দেয়া হয়। এই অর্থ আসে ফিফা থেকে। ফুটবলারদের মূল আয় ক্লাব ও স্পন্সর থেকে।

সাবিনাদের বক্তব্য প্রেসিডেন্ট তাবিথ আওয়াল শুনেছেন। তিনি বলেন,‘ আমরা দুই বার সাফ চ্যাম্পিয়ন হয়েছি। এখানে পড়ে থাকলে তো হবে না। আমি এশিয়ান লেভেলে যেতে চাই। সামনে আমাদের সেই সুযোগ রয়েছে। শুধু এশিয়ান লেভেলে গেলে তো হবে না। আমি চাই ওখানেই থাকতে। এক ম্যাচ খেলে চলে আসলাম, এটা আমার চাওয়া না।’

সাবিনা তার কথায় অটুট। তিনি জানিয়ে দিয়েছেন, তাকে আগামী ২ বছর অধিনায়ক রাখতে হবে। আর ৯০ মিনিট খেলার নিশ্চয়তা চান তিনি। গতকালও পিটার বাটলার ৩৭ নারী ফুটবলারকে সাথে নিয়ে অনুশীলন করেছেন। সাবিনারা ফিরলে তিনি খেলাবেন।

সাবিনা পরিস্কার করে জানিয়ে দিয়েছেন, তার দুটি শর্ত না মানলে ফুটবল থেকে অবসর নেবেন। তার সাথে আরো যারা বিদ্রোহ করেছেন তারাও বের হয়ে যাবেন। সাবিনার দাবি, ব্রাজিলের মার্তা ৩৮ বছর পর্যন্ত খেলেছে। আমাদের অপরাধ কি!

প্রেসিডেন্ট তাবিথ কোচকে রেখে সাবিনাদের সঙ্গে সমঝোতার চেষ্টা করছেন। বাটলার অবশ্য সাবিনাদের মাঠে দেখতে চান অবশ্য।

বাটলারের দোষ আছে কিনা সেটা নিয়ে তদন্ত হয়েছে। তদন্ত কমিটি বলেছে, বাটলারের কোনো দোষ নেই। এখন তিনি কোচ থাকছেন এমন পরিস্থিতি।

কোচের বিরুদ্ধে ১৮ জন সিনিয়র ফুটবলার বিদ্রোহী করলেও মূলত সাতজনকেই বড় অপরাধী ভাবছেন পিটার। যদিও তিনি সংখ্যাটা বলেননি। সূত্রে জানা গেছে, এই সাতজনের বিরুদ্ধেই তার যত অভিযোগ। তারা হলেনÑ অধিনায়ক সাবিনা খাতুন, মাসুরা পারভীন, মারিয়া মান্দা, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার, নিলুফা ইয়াসমিন নীলা ও শামসুন্নাহার জুনিয়র।

ফুটবলারদের শৃঙ্খলহীন উল্লেখ করে বাটলারের স্পষ্ট কথা- ‘বাংলাদেশ দুইবারের সাফ চ্যাম্পিয়ন। কয়জন নারী বিদেশে লিগ খেলে। বিদেশি লিগে নেই কারণ ডিসিপ্লিন। আমি ইংলিশ ফুটবল সংস্কৃতি সম্পর্কে জানি। যেটা চলছে এটা গ্রহণযোগ্য নয়।’ সাবিনা খাতুন, কৃষ্ণা রানী, মারিয়া মান্দা ও মাতসুশিমা সুমাইয়া বিদেশি লিগে খেলেছেন। কথা শুনে মনে হলো এটা বাটলারের অজানা। বাফুফে ফুটবলারদের কোচের চিঠি নিয়ে একটি কমিটি করেছে। সেই কমিটি তদন্ত করছে।


আরও পড়ুন:

বিপাকে আলভেস