বিয়ে-বিচ্ছেদ নিয়ে কারিনার রহস্যময় পোস্ট

নিজস্ব প্রতিবেদক
১০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
শেয়ার :
বিয়ে-বিচ্ছেদ নিয়ে কারিনার রহস্যময় পোস্ট

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ভালোবেসে ঘর বেঁধেছেন অভিনেতা সাইফ আলী খানের সঙ্গে। স্বামীর ওপর হামলার পর থেকে কঠিন সময় পার করছেন। এরই মধ্যে বিয়ে-বিচ্ছেদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে রহস্য তৈরি করলেন বোবো (কারিনার ডাকনাম)। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দেন তিনি। তাতে অভিনেত্রী বলেন, ‘বিয়ে, বিচ্ছেদ, উদ্বিগ্নতা, সন্তান জন্মদান, প্রিয়জনের মৃত্যু, অভিভাবকত্ব- তুমি কখনও বুঝবে না, যতক্ষণ এসব তোমার সঙ্গে না ঘটবে। জীবনের বিভিন্ন অবস্থা নিয়ে অনুমান, তত্ত্ব এবং বাস্তবতা কখনও এক নয়। তুমি বিনয়ী না হওয়া পর্যন্ত নিজেকে সবচেয়ে বুদ্ধিমান মনে করবে।’

গত ১৫ জানুয়ারি দিবাগত রাতে মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে এক দুর্বৃত্ত ঢুকে সাইফকে গুরুতর আহত করেন। এ ঘটনা নিয়ে নানা ধরনের জল্পনা চলছে। একজন গ্রেপ্তার হয়েছেন। নানা যুক্তি দেখিয়ে কেউ কেউ দাবি করেছেন, ‘দাম্পত্য কলহ থেকে আহত হন সাইফ। এজন্য দায়ী কারিনা।’ এরই মাঝে অভিনেত্রীর এই পোস্ট সমালোচনার আগুনে ঘি ঢেলেছে। প্রশ্ন উঠেছে, ভেঙে যাচ্ছে কি এই দম্পতির সংসার? তবে এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। কারিনাও তার পোস্ট নিয়ে কোনো ব্যাখ্যা দেননি।