যুক্তরাষ্ট্রের উৎসবে নীলচক্র
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ‘অষ্টম গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যাল’; চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। উৎসবের ‘ফরেন ল্যাঙ্গুয়েজ’ বিভাগে অফিসিয়ালি নির্বাচিত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘নীলচক্র’। নির্মাতা মিঠু খান ও উৎসবের ওয়েবসাইটে এ বিষয়ে তথ্যটি জানানো হয়েছে। গোল্ডেন স্টেট ফেস্টিভ্যালে মূলত উদীয়মান স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের প্রতিভা দেখানোর আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের নানা দেশ থেকে চলচ্চিত্র নির্মাতারা অংশ নিয়ে থাকেন সেখানে। এর আগে আমেরিকান ফিল্ম মার্কেটে ‘নীলচক্র’ আন্তর্জাতিকভাবে প্রিমিয়ার করা হয়। লাস ভেগাসের ওই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন প্রযোজক এনায়েত আকবর মিলন, আসিফ আকবর ও সিনেমার আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে থাকা জে জে রজার্স। ‘নীলচক্র’তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। বিপরীতে দেখা যাবে মন্দিরা চক্রবর্তীকে। বিভিন্ন চরিত্রে আরও আছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী প্রমুখ। এ সিনেমায় প্রথমবারের মতো বড়পর্দায় দেখা যাবে সংগীতশিল্পী বালামকে।
গত বছর দেশের প্রেক্ষাগৃহে ‘নীলচক্র’ মুক্তির কথা ছিল। কিন্তু নানা কারণে তা আর হয়নি। ছবির কাহিনি নিয়ে মিঠু খান বলেন, “এটি কোনো নায়ক-নায়িকানির্ভর সিনেমা নয়, পুরোপুরি গল্পনির্ভর। এই সময়ে আমরা ট্রেন্ডের সঙ্গে মিলিয়ে চলতে পছন্দ করি। বর্তমান প্রজন্মের ছেলে-মেয়েরা ভাইরাল হওয়ার নেশায় মেতে থাকে। এই নেশার পেছনে অনেক ফাঁদ পাতা থাকে। এই ফাঁদে পড়ে অনেকের পাচার হওয়ার গল্প আছে, তেমনি আছে মৃত্যুর খবরও। আরও অনেক বিপদ ওতপেতে থাকে অনলাইনের পরতে পরতে। ‘নীলচক্র’কে বলা যায়, গ্লোবাল ট্রু ক্রাইম স্টোরি। এই লাইনটা আমরা ট্যাগ লাইন হিসেবে ব্যবহার করব।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল