মানসিক প্রতিবন্ধীকে চোর অভিযোগে পিটিয়ে হত্যা
নোয়াখালী কবিরহাটে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে চোর অভিযোগ দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকালে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ছবিরপাইক গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম জহির উদ্দিন (৪০)। তিনি লামছি প্রসাদ গ্রামের মোস্তফার ছেলে। তাকে খুঁটিতে বেঁধে পিটিয়ে হত্যার কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, হাবিব উল্যাহ (৪৫), অজি উল্যাহ (৪০), আবদুর রব (৬৫)।
এর আগে নিহত জহিরের মা নাজিয়া খাতুন বাদী হয়ে কবিরহাট থানায় ৮ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ওই মামলার এজহারভুক্ত আসামি।
পুলিশ জানায়, মামলাটির মোট আসামি করা হয়েছে ৩৩ জনকে। ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। ২০ জন অজ্ঞাত আসামি হিসাবে দেখানো হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদেরকে আজ দুপুরের পর আদালতে পাঠানো হয়েছে।
ছবিরপাইকের স্থানীয়রা জানান, চুরির অভিযোগে প্রতিবদ্ধী জহিরকে কিছু লোক আটক করে। খুঁটির সঙ্গে বেঁধে মারার পর জহিরের মৃত্যু হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া আমাদের সময়কে বলেন, গত সকাল সাড়ে ৮টার দিকে ছবিরপাইক এলাকায় চোর সন্দেহে এক জনকে পিটিয়ে হত্যা করার খবর পাই। সকাল ১০টার দিকে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, নিহতের মা বাদী হয়ে মামলা করেন গতকাল রাতে। তার আগে প্রাথমিক তথ্যের ভিত্তিতে অভিযোগ ৩ জনকে আমরা আটক করি। যাদের পরবর্তী সময়ে গ্রেপ্তার দেখানো হয়।