নান্দাইলে যুবলীগ ও ছাত্রলীগের ৭ জন গ্রেপ্তার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৮
শেয়ার :
নান্দাইলে যুবলীগ ও ছাত্রলীগের ৭ জন গ্রেপ্তার

ময়মনসিংহের নান্দাইলে যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত দুই দিনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, যুবলীগের মোবারক হোসেন, আল আমিন, ছাত্রলীগের মোশাররফ হোসেন, মো. আজাদ ইমন, মাহাদীর আলম ও আওয়ামী লীগ নেতা ফজলুল হক।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নামে সরকার বিরোধী কাজে লিপ্তসহ নান্দাইল উপজেলাকে অস্থিতিশীল করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।