শ্রীপুরে কথিত পীর ‘জয় গুরু মনির শাহ্’ আটক

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৬
শেয়ার :
শ্রীপুরে কথিত পীর ‘জয় গুরু মনির শাহ্’ আটক

গাজীপুরের শ্রীপুরে কথিত পীর ‘জয় গুরু মনির শাহ্‌’কে আটক করেছে পুলিশ। আজ রবিবার সকাল ৯টার দিকে আলেম-ওলামা এবং ছাত্রবৃন্দ আটক করে পুলিশে দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে পুলিশ উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় তৌহিদি জনতা কথিত পীর মনির শাহ্‌কে আটক করেন। পরে পুলিশে খবর দিলে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আটক মনির শাহ্‌ সিরাজগঞ্জ জেলার ধোপাকান্দি থানার জামতৈল গ্রামের ডা. রফিকুল ইসলাম চিশতির ছেলে। তিনি প্রায় ১৮ বছর আগে উপজেলার মাওনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বারতোপা গ্রামের বনের জমিতে হেরা দ্বীপ দরবার শরীফের প্রতিষ্ঠা করেন। বন বিভাগ ও স্থানীয় জনতা ২০১৭ সালে তাকে উচ্ছেদ করেছিল।

স্থানীয়রা জানান, মনির শাহ্ বারতোপা গ্রামের গভীর বনের ভেতর আস্তানা তৈরি করেছিলেন। ওই আস্থানায় তিনি কথিত ‘মানব ধর্মে’র প্রচার করতেন। তার আস্তানায় ইসলাম পরিপন্থী কাজের অভিযোগে তৌহিদি জনতা আন্দোলন শুরু করেন। অপর দিকে মনির শাহ্‌ তার আস্তানার সম্পসারণ করে দখল করেন বনের জমি। বনবিভাগ তার অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়। ২০১৭ সালে স্থানীয় জনতা মনির শাহ্‌কে উচ্ছেদ করে। দীর্ঘদিন মনির শাহ্ ওই বনে আসেননি। গত পাঁচ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি ফের ওই বনে আসা যাওয়া শুরু করেন। বিষয়টি স্থানীয় ওলামা শায়েখ ও তৌহিদী জনতার মাঝে উত্তেজনার সৃষ্টি করে। আলেম ও তৌহিদি জনতা সম্প্রতি মাওনা ইউনিয়ন পরিষদের সামনে প্রতিবাদ সভা করে মনির শাহ্‌র আস্থানা গুড়িয়ে দেওয়ার প্রস্তুতি নেয়। ওই দিন স্থানীয় প্রশাসন মনির শাহ্‌কে উচ্ছেদের আস্বাস দেয়।

এদিকে আগমী ১২ ও ১৩ ফেব্রুয়ারি হেড়াবনে আনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছলেন মনির শাহ্। আজ সকাল ৯টার দিকে মনির শাহ্ মাওনা চৌরাস্তার জামিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসার মুফতি জামাল উদ্দিনের সঙ্গে পরামর্শ করার জন্য যান। এ সময় আলেম-ওলামা এবং ছাত্ররা ক্ষিপ্ত হয়ে জয় গুরু মনির শাহ্‌কে আটক করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল জানান, তৌহিদি জনতার হাতে আটক মনির শাহ্কে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।