সিয়াম বললেন, আমি আছি জনির সাথে

বিনোদন প্রতিবেদক
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১২
শেয়ার :
সিয়াম বললেন, আমি আছি জনির সাথে

সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘জংলি’। ইতিমধ্যেই ঘোষণা হয়েছে এর মুক্তির দিনক্ষণ। প্রকাশ্যে এসেছে সিনেমার পোস্টারও। যেখানে মুখ ভর্তি কালো লালচে লম্বা গোঁফ-দাঁড়ি আর উসকো খুসকো চুলে দর্শকদের সামনে এসেছেন সিয়াম। তবে এবার আর ভয়ংকর নয়, একদম সাদামাটা রূপে হাজির হয়েছেন এই অভিনেতা।

আজ রবিবার ফেসবুকে ‘জংলি’র নতুন পোস্টার প্রকাশ করে সিয়াম আহমেদ লিখেছেন, ‘আমি আছি “জনি”র সাথে। “জংলি”র সাথে তো পরিচয় হলো ঠিকই, এবার জনির সাথে পরিচিত হবার পালা। “জনি” আসছে “জংলি” নিয়ে এই ঈদুল ফিতরে।’

পোস্টারটি নেটিজেনদের নজর কেড়েছে। যার প্রমাণ মেলে সিয়ামের ফেসবুকে। সকলেই মেতেছেন নতুন লুকের প্রশংসায়।

এদিকে, ‘জংলি’তে সিয়ামের বিপরীতে আছেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি। এটি নির্মাণ করেছেন এম রাহিম। এর আগে তিনি সিয়ামকে নিয়ে নির্মাণ করেন ‘শান’ সিনেমাটি।

‘জংলি’তে আরও অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু। সিনেমার গানগুলোর সংগীত পরিচালনা করছেন প্রিন্স মাহমুদ। একটি গানে কণ্ঠ দিয়েছেন তাহসান খান।

সিয়াম আগেই জানিয়েছেন, অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে, যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। ‘জংলি’ তার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে।