অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে: সিনিয়র স্বরাষ্ট্র সচিব
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, ‘দেশের আইনশৃঙ্খলার প্রয়োজন বিবেচনায় ‘ডেভিল হান্ট’ অভিযান শুরু করা হয়েছে। অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আজ রবিবার দুপুরে সচিবালয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ সম্পর্কে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
নাসিমুল গনি বলেন, ‘দেশে এখনো সন্ত্রাসী কার্যক্রম চলছে। দেশের আইনশৃঙ্খলা স্থিতিশীল করার লক্ষ্যে ‘ডেভিল হান্ট’ অভিযান শুরু করা হয়েছে।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি বলেন, ‘আগে যৌথ বাহিনীর সদস্যরা দাঁড়িয়ে থাকতেন। এখন তারা বিভিন্ন জায়গায় যাবেন। দেশের আইনশৃঙ্খলার প্রয়োজন বিবেচনায় এই অভিযান চলবে। তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার কাজে লাগাবেন।’
সিনিয়র সচিব বলেন, ‘মানবাধিকার এবং পরিবেশকে গুরুত্ব দিয়ে কীভাবে আইন প্রয়োগ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা যায়, এজন্য আগামী মঙ্গলবার উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচার বিভাগের কর্মকর্তাদের নিয়ে একটি কর্মশালা করা হবে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘ডেভিল যতদিন শেষ না হবে, ততদিন পর্যন্ত অপারেশন চলবে।’
যারা দেশকে অস্থিতিশীল করবে, তাদের টার্গেট করে এই ডেভিল হান্ট অপারেশন অব্যাহত রাখার কথাও জানান তিনি।