ওয়াম্পলার প্যাডেলস’র অফিশিয়াল শিল্পী হলেন ফারুক হোসেন
দক্ষিণ এশিয়ার প্রথম সংগীতশিল্পী হিসেবে ওয়াম্পলার পেডালস’র অফিশিয়াল শিল্পী হয়ে নতুন ইতিহাস গড়েছেন ফারুক হোসেন। শ্রোতাদের কাছে শুভ নামে পরিচিত এই সংগীতশিল্পী যুক্ত আছেন ব্যান্ডদল ভাইকিংস’র সঙ্গে। দলটির লিড গিটারিস্ট তিনি। এই স্বীকৃতির মধ্যদিয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক সংগীত মানচিত্রে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন এই গিটারিস্ট।
ওয়াম্পলার পেডালস’র অফিসিয়াল আর্টিস্ট হিসেবে এই সংগীত তারকা এখন ব্র্যাড পেইসলি, ব্রেন্ট মেসন-এর মতো বিশ্বখ্যাত গিটারিস্টদের কাতারে যুক্ত হলেন। এই অর্জন ভবিষ্যতে বাংলাদেশের সংগীতশিল্পীদের জন্য আন্তর্জাতিক মঞ্চে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
বলা দরকার, মার্টিনসভিল, ইন্ডিয়ানা, যুক্তরাষ্ট্রে অবস্থিত ওয়াম্পলার পেডালস বিশ্বখ্যাত একটি বুটিক গিটার এফেক্টস পেডাল প্রস্তুতকারক প্রতিষ্ঠান। ২০০৭ সালে ব্রায়ান ওয়াম্পলার প্রতিষ্ঠিত এই ব্র্যান্ডটি ওভারড্রাইভ, ডিস্টর্শন, ফাজ এবং মডুলেশন পেডালের জন্য দুনিয়াজোড়া খ্যাতি অর্জন করেছে। উচ্চমানের সাউন্ড ও সৃজনশীল ডিজাইনের জন্য বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় মিউজিশিয়ানদের মধ্যে ওয়াম্পলার পেডালস একটি নির্ভরযোগ্য নাম।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এদিকে, ওয়াম্পলার পেডালস’র অফিশিয়াল ওয়েবসাইটে ফারুক হোসেন নাম অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে তিনি গ্লোবাল গিটারিস্টদের এলিট গ্রুপে নিজের স্থান করে নিয়েছেন। তার হৃদয়গ্রাহী ও বিদ্যুতায়িত পারফরম্যান্স ওয়াম্পলার পেডালস’র সংগীতশিল্পীদের দক্ষতা বাড়ানোর মূল লক্ষ্যের সঙ্গে পুরোপুরি মানানসই।
ফারুক হোসেন ভাইকিংস ব্যান্ডের অন্যতম সদস্য, যা বাংলাদেশের রক সংগীত জগতে পথপ্রদর্শক হিসেবে পরিচিত। ‘যদি’র মতো জনপ্রিয় গান প্রজন্মের পর প্রজন্ম সংগীতপ্রেমীদের অনুপ্রেরণা জুগিয়েছে এবং এবার আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে এই উত্তরাধিকার আরও সুসংহত হলো।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ফারুক হোসেন বলেন, ‘এই এন্ডোর্সমেন্ট শুধুমাত্র আমার জন্য নয়, এটি বাংলাদেশের সংগীতশিল্পীদের প্রতিভার স্বীকৃতি। আন্তর্জাতিক মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করতে পারা সত্যিই গর্বের বিষয়। আমার ব্যান্ড ভাইকিংস, আমার পরিবার, বন্ধু, এবং অগণিত ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের ভালোবাসা ও সমর্থন ছাড়া এই যাত্রা সম্ভব হতো না।’