স্বর্ণ পাচার /

গ্রিন চ্যানেল অতিক্রমকালে নিরাপত্তা কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৬
শেয়ার :
গ্রিন চ্যানেল অতিক্রমকালে নিরাপত্তা কর্মী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমকালে সন্দেহজনক আচরণের কারণে গোয়েন্দা সংস্থা কর্তৃক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক নিরাপত্তা কর্মীকে আটক করা হয়।

গতকাল রাত আনুমানিক ১টা ২০ মিনিটে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মো. ওহিদুর। তিনি গোপালগঞ্জ জেলার নিজড়া গ্রামের বাসিন্দা। 

জানা গেছে, গ্রিন চ্যানেলে কর্তব্যরত এনএসআই সদস্যরা তাকে ভিতরে প্রবেশের কারণ জিজ্ঞাসা করলে তিনি সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হন। সন্দেহের ভিত্তিতে তার দেহ তল্লাশি করা হলে তার কাছ থেকে ১ হাজার ২শত ৫০ সৌদি রিয়াল, বিভিন্ন স্বর্ণালংকার ও ৩টি স্বর্ণের বারসহ মোট ৫৪২ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তিনি জানান, সৌদিয়া এয়ারলাইন্সের (SV-804) রিয়াদ-ঢাকা ফ্লাইটের যাত্রী আলামিন নামক এক ব্যক্তি তাকে উক্ত স্বর্ণালংকার হস্তান্তর করেন। তিনি এগুলো বিমানবন্দরের বাহিরে অপেক্ষমান লিটন নামক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার বিনিময়ে ১ হাজার ২শত ৫০ সৌদি রিয়াল প্রাপ্তির কথা স্বীকার করেন।

এদিকে পরবর্তীতে সংশ্লিষ্ট আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানায় সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, বেবিচক বিমানবন্দরে দুর্নীতি ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর নীতি অনুসরণ করছে এবং এরই ধারাবাহিকতায় যেকোনো অনিয়ম ও দুর্নীতি দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা করছে।