সাইফের ওপর হামলার পেছনে কারিনা, সন্দেহ বাড়ছে
বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনা নিয়ে দিনদিন জল আরও ঘোলা হচ্ছে । হামলার ঘটনার তিন দিনের মধ্যেই মুম্বাই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করলেও বিতর্ক থামেনি এখনো।
অভিনেতার ওপর হামলার ঘটনায় নানা ধরনের নতুন নতুন তথ্য-উপাত্ত উঠে এসেছে। এমনও প্রশ্ন উঠেছে, আদৌ কি সাইফের ওপর হামলা হয়েছিল? কারণ, হামলা নিয়ে একজনের সঙ্গে আরেকজনের বক্তব্যের বেশ অমিল দেখা যাচ্ছে।
এদিকে সম্প্রতি অভিনেতা কমল আর খান দাবি করে বসলেন, গোটা হামলার ঘটনা আসলে সাজানো। গুঞ্জন রয়েছে, স্বয়ং কারিনা কাপুর খান নাকি এই ঘটনার নেপথ্যে ছিলেন । শুরু থেকেই তার বক্তব্য আর আচারণ নিয়ে রহস্যর সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
অপরদিকে কমল খানের দাবির মধ্যেই রহস্যে ঘেরা এক স্ট্যাটাস দিলেন এই অভিনেত্রী। যেই পোস্ট দেখে নেটিজেনরা অনুমান করছেন, সাইফ আলি খানের সঙ্গে হয়তো তার সম্পর্কে চিড় ধরেছে।
ঘটনায় আরও সন্দেহের দানা বাঁধা কারণ হলো- বলা হয়েছিল, সাইফের ওপর ৬ বার ছুরিকাঘাত করেছিলেন শরিফুল। শিরদাঁড়ায় ছুরি আটকে থাকা অবস্থায় হাসপাতালে গিয়েছিলেন এ নায়ক। গুরুতর অস্ত্রোপচার করতে হয়। কিন্তু পাঁচ দিনের মাথায় হাসপাতাল থেকে যখন সাইফকে ছেড়ে দেওয়া হয়, তখন তার চেহারা দেখে চমকে ওঠেন সকলে। হাতের কব্জি ও ঘাড়ের কাছে ব্যান্ডেজ ছাড়া সারা শরীরে কোনো ক্ষতের চিহ্নমাত্র নেই। পরিষ্কার করে কামানো দাড়ি, ঝকঝকে চেহারা, চোখেমুখে ঔজ্জ্বল্যতা নিয়ে হাস্যোজ্জল সাইফকে দেখা গেছে। তাহলে কি তেমন কিছুই হয়নি? এ নিয়ে তখন থেকেই অনেকের মনে সন্দেহের দানা বাঁধতে শুরু করে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এতকিছুর পর এবার কারিনা তার রহস্যময় স্ট্যাটাসে লিখেছেন, বিয়ে, বিচ্ছেদ, ভয়, শিশুর জন্ম, প্রিয়জনের মৃত্যু, সন্তান পালন করার মতো বিষয় আপনি কখনওই বুঝবেন না। যতক্ষণ না আপনার সঙ্গে এগুলো হচ্ছে, আপনি বুঝবেন না। জীবনের কোনো পরিস্থিতি নিয়ে বিভিন্ন ধারণা ও কল্পনা কিন্তু বাস্তব নয়। আপনি হয়তো ভাবেন, অন্যদের চেয়ে আপনি বেশি চালাক। তারপরে আপনার পালা এলে আপনারও মাটিতে পা পড়বে।
কারিনার এই স্ট্যাটাস নিয়ে অভিনেতা কমল আর খান বললেন, ‘সাইফকে ৬ বার ছুরি দিয়ে কোপানো হলো আর হামলাকারীকে একটা আঁচড় পর্যন্ত দেননি সাইফ! যাকে গ্রেপ্তার করা হয়েছে, তার সঙ্গে সিসিটিভি ফুটেজে ধরা পড়া ব্যক্তি মুখের কোনও মিল নেই। তাই আমার মনে হয়, ওই রাতে ওদের বাড়িতে কেউ আসেননি। এটা আসলে সাইফ-করিনার ঝগড়ার পরিণতি।’
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’
কমল খানের এরূপ মন্তব্যের পাশাপাশি সাম্প্রতিক সময়ে আবার সাইফ ও তার স্ত্রী কারিনার ভিন্ন ভিন্ন বক্তব্য প্রকাশ এবং অবশেষে বিচ্ছেদ নিয়ে এই অভিনেত্রীর এরকম রহস্যময় স্ট্যাটাসে ভক্তদের মনেও এখন প্রবল সন্দেহের দানা বাঁধতে শুরু করেছে।