আজ ট্রফি নিয়ে বরিশাল যাচ্ছেন তামিমরা
তামিম ইকবালের নেতৃত্বে আবারও বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। চিটাগং কিংসের পর রুদ্ধশ্বাস ফাইনাল জয়ের পর গতরাতে মিরপুর স্টেডিয়ামে তৈরি হয় উৎসবের এক আবহ। চারদিক হয়ে যায় লালে লাল। একইভাবে শুক্রবার রাতে বরিশাল বেলস পার্ক মাঠে বড়পর্দায় খেলা উপভোগ করেন কয়েক হাজার দর্শক। ট্রফি নিজেদের হওয়ার পর পুরো শহর হয়ে উঠে লাল মিছিলের নগরী। টানা দুবার শিরোপা জয়ের উদযাপন তো শুধু ফরচুন বরিশাল মিরপুরেই করে বসে থাকবে না। চ্যাম্পিয়ন জেলায় গিয়েও তো অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে ফ্র্যাঞ্চাইজিটির মালিক মিজানুর রহমানের।
বরিশালে কবে যাচ্ছেন, ম্যাচশেষে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মিজানুর রহমান তাদের কর্মপরিকল্পনা জানিয়েছেন। ফরচুন বরিশালের মালিক বলেন, রবিবার যাব ইনশাআল্লাহ। যদি সৃষ্টিকর্তা বাঁচিয়ে রাখেন। আপনারা সবাই নিমন্ত্রিত। আমরা চেষ্টা করব দুপুরের পর বেলস পার্কে একটা অনুষ্ঠান করতে। সড়কপথে যোগাযোগব্যবস্থা উন্নত হলেও বরিশালের লঞ্চ ভ্রমণ এখনও অনেকে উপভোগ করেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল গ্যালারিতে ফরচুন বরিশালের ভক্ত-সমর্থকরা লঞ্চের রেপ্লিকা নিয়ে এসেছেন। শেষ পর্যন্ত ট্রফিটা উঠল বরিশালের লঞ্চে।
এবার লঞ্চে করে শিরোপা নেওয়া হবে কিনা, সেই প্রশ্নের উত্তরে মিজানুর বলেন, এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। রাতে সিদ্ধান্ত হবে। ট্রফি নিয়ে বরিশাল যাবে জানিয়ে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল বলেন, গত বছর আমরা বরিশালে গিয়ে উদযাপন করতে পারিনি। এবার আমরা ঠিক করেছি, বরিশাল যাব। আমরা ৯ তারিখ আসছি বরিশালে। সবাইকে অনুরোধ করব ৯ তারিখ শিরোপা উদযাপন করতে।
আরও পড়ুন:
স্পিনে ভরসা রাচিনের
শিরোপা অর্জনে অনেক অবদান রয়েছে বরিশালের কর্ণধার মিজানুর রহমানের। এমনটাই মনে করে তামিম বলেন, অবিশ্বাস্য (আবার জেতা)। আমি মালিককে ধন্যবাদ দেব। উনি দুর্দান্ত ছিলেন, আমি যা করতে চেয়েছি তিনি তা করতে দিয়েছেন। কে খেলবে, কে খেলবে না তা নিয়ে হস্তক্ষেপ করেননি। আমাকে স্বাধীনতা দিয়েছেন, যেটা আমি চেয়েছি। হারলেও কিছু বলেননি।
উল্লেখ্য, মিরপুরে গতকাল টস হেরে প্রথমে ব্যাটিং করে ৩ উইকেটে ১৯৪ রান করেছিল চিটাগং কিংস। ১৯৫ রানের লক্ষ্যে নামা বরিশালের লঞ্চ কয়েকবার কাত হয়ে পড়ার উপক্রম হয়েছিল। শেষের দিকে রিশাদ হোসেনের ৬ বলে ১৮ রানের ক্যামিও ইনিংসে বরিশাল পায় ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়। ২৯ বলে ৯ চার ও ২ ছক্কায় ৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে ফাইনালসেরা হয়েছেন তামিম। ২০২৪ বিপিএলে বরিশালের শিরোপা জয়ে তিনি হয়েছিলেন টুর্নামেন্টসেরা খেলোয়াড়।
আরও পড়ুন:
সূর্যর সাফল্যের মন্ত্র