পপির মতো অনেকেই হারিয়ে গেছেন
‘২৮ বছর অনেক সুনামের সঙ্গে চলচ্চিত্রে কাজ করেছি। কোটি কোটি দর্শকের ভালোবাসা পেয়েছি। কিন্তু আজ ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসেবে। কারণ, সবার মন জয় করতে পারলেও ২৮ বছর আমি যাদের জন্য কাজ করেছি, যাদের এই হাতে লালনপালন করেছি, তাদের কাছেই আমি একজন অযোগ্য মানুষ। তাদের মনের মতো করে নিয়ন্ত্রিত হতে পারিনি। আমি যখন ইনকাম করেছি, তখন আমি আমার পরিবারের কাছে প্রিয় একজন মানুষ ছিলাম। এখন তেমন দিতে পারি না তাই আমি এখন তাদের কাছে শত্রুর মতো।’ কথাগুলো বলেছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পপি। ২৮ বছর কাজ করার পর হুট করেই হারিয়ে গেছেন চলচ্চিত্র থেকে। পর্দায় আর ফিরবেন না বলে জানিয়েও দিয়েছেন।
পপির মতো অনেক নায়িকাই আছেন, যারা নিজেদের গুটিয়ে নিয়েছেন চলচ্চিত্র থেকে। আমাদের আজকের আয়োজন তাদের নিয়েই।
বাংলা চলচ্চিত্রের সম্ভাবনাময় নায়িকা ছিলেন শিমলা, যার পরিচয় এখনও ‘ম্যাডাম ফুলি’, যিনি অভিষেক ছবিতেই ‘ফুলি’ এবং ‘শিমলা’ নামের দুটি চরিত্রে অভিনয় করে জিতে নিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সাফল্য ধরে রাখতে পারেননি জনপ্রিয় নায়িকা রত্না। ক্লাস সেভেনে পড়া অবস্থায় ফেরদৌসের বিপরীতে ‘কেন ভালোবাসলাম’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে নাম লেখান রত্না। একই বছর কাজী হায়াৎ পরিচালিত ‘ইতিহাস’ ছবিতে কাজী মারুফের বিপরীতে অভিনয় করে সাড়া ফেলেন। তার অভিনীত ছবির সংখ্যা ৫০টির মতো। ২০১৫ সালের শুরুর দিকে হঠাৎ করেই ধস নামে রত্নার ক্যারিয়ারে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
‘ভণ্ড’ চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হয়েছিল নায়িকা তামান্নার। চিত্রনায়ক রুবেলের বিপরীতে প্রথম সিনেমাতেই বাজিমাত করেন তামান্না। এরপর তুমি আমার ভালোবাসা, হৃদয়ে লেখা নাম, চাই শুধু ভালোবাসা, কঠিন শাস্তি, আমার প্রতিজ্ঞা, সন্ত্রাসী বন্ধুসহ অনেক সিনেমায় অভিনয় করেছেন এই নায়িকা। ২০১৩ সালে অভিনীত মঈন বিশ্বাস পরিচালিত পাগল তোর জন্য রে চলচ্চিত্রের পর তাকে আর অভিনয়ে দেখা যায়নি। চলচ্চিত্রকে বিদায় জানিয়ে প্রবাসে থাকেন এ নায়িকা। সেখানেই বিয়ে করে সংসার করছেন।
‘রুখে দাঁড়াও’ চলচ্চিত্রের মাধ্যমে চিত্রজগতে আত্মপ্রকাশ সুন্দরী নায়িকা সাহারার। একসময় অশ্লীলতার তকমা গায়ে জড়িয়েছিলেন। মাঝে ভালো কিছু ছবিতে অভিনয় করে নিজেকে কিছুটা ধুয়েমুছে পরিষ্কার করে নিয়েছিলেন। শাকিব খানের বিপরীতে ‘প্রিয়া আমার প্রিয়া’ চলচ্চিত্র বেশ ভালো ব্যবসা করেছে। ঢালিউডে শিল্পী সংকট উত্তরণে যথেষ্ট ভূমিকা রেখে এগোচ্ছিলেন এই নায়িকা। কিন্তু এক চিত্রপ্রযোজককে গোপনে বিয়ে স্বেচ্ছানির্বাসনে যান। নায়িকা শিল্পীর অভিনীত সিনেমার গান মানুষের মুখে মুখে ছিল। ৩৬টি চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তুমুল জনপ্রিয়তা থাকা অবস্থায় হঠাৎ করেই চলচ্চিত্র থেকে হারিয়ে গিয়েছেন এ নায়িকা। তার পুরো নাম আঞ্জুমান আরা শিল্পী। মোহাম্মদ হোসেন প্রযোজিত রানা নাসের পরিচালিত ‘প্রিয়জন’ চলচ্চিত্রের কথা মনে করিয়ে দিলেই খুব সহজেই দর্শক শিল্পীকে মনে করতে পারেন। কারণ তিনি প্রয়াত অমর নায়ক সালমান শাহর বিপরীতে অভিনয় করেছিলেন।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
চলচ্চিত্র থেকে হারিয়ে গেছেন নায়িকা একা। একসময়ের বাংলা চলচ্চিত্রে বেশ সাড়া ফেলেছিলেন এই চিত্রনায়িকা। কাজী হায়াতের ‘তেজী’, ‘ধর’সহ বেশ কয়েকটি ছবিতে প্রয়াত মান্নার বিপরীতে তাকে দেখা গেছে। সে সময় এ জুটি ছিল সুপারহিট। মান্নার মৃত্যুর পর একাধিক নায়কের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী। কিন্তু সেভাবে আর নিজেকে মেলে ধরতে পারেননি। গত কয়েক বছর তিনি অভিনয় থেকে দূরে। তার দেখা মেলে না কোনো অনুষ্ঠানেও। তবে কয়েক বছর আগে ভিন্ন কারণে মিডিয়ায় আলোচনায় এসেছিলেন একা। গৃহকর্মী নির্যাতনের কারণে পুলিশ গ্রেপ্তার করেছিল এ নায়িকাকে।
চলচ্চিত্রের আরেকজন গ্ল্যামার গার্ল কেয়া। সিনেমায় এসে বেশ আলোচনা তৈরি করেছিলেন। কালেভদ্রে ক্যামেরার সামনে দাঁড়ালেও ঘুরে দাঁড়ানোর সক্ষমতা হারিয়ে ফেলেছেন। কিছুদিন আগে বিয়ে করে সংসারী হয়েছেন।
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা