ইউনিক গ্রুপের সঙ্গে পথচলার ঘোষণা সাইফুরসের
ইংরেজি শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান সাইফুরস প্রাইভেট লিমিটেডের পথচলার ২৫ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে রাজধানীর বিয়াম মিলনায়তনে গতকাল শুক্রবার আয়োজিত রজতজয়ন্তী অনুষ্ঠানে দেশের অন্যতম অন্যতম গ্রুপ অব কোম্পানি ইউনিকের সঙ্গে প্রতিষ্ঠানটির পথচলার ঘোষণা দেওয়া হয়েছে।
এসএসসি পাসের পর অল্প সময়ে ভাষা শিক্ষা ও দক্ষতামূলক প্রশিক্ষণের মাধ্যমে সহজেই উচ্চ বেতনে জাপান, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অভিবাসনের লক্ষ্যে যুথবদ্ধভাবে এ পথচলার কার্যক্রম শুরু হয় রজতজয়ন্তী আয়োজনের মাধ্যমে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইফুরসের প্রতিষ্ঠাতা সাইফুর রহমান খান, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামসেয়ারা ডলি, ইউনিক গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের পরিচালক মো. আব্দুল মোতালেব, ইউনিক ভোকেশনাল ট্রেনিং সেন্টার লিমিটেডের ডিজিএম জাহেদুল হক তুষার প্রমুখ।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
রজতজয়ন্তী উপলক্ষে দেশজুড়ে আয়োজন করা হয়েছিল এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে সাইফুরস ইংরেজি কনফিডেন্স পরীক্ষা চ্যালেঞ্জ। এতে দশ ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়; আইইএলটিএসে ভালো ফল করা ১৪ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?