ইউনিক গ্রুপের সঙ্গে পথচলার ঘোষণা সাইফুরসের

নিজস্ব প্রতিবেদক
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৬
শেয়ার :
ইউনিক গ্রুপের সঙ্গে পথচলার ঘোষণা সাইফুরসের

ইংরেজি শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান সাইফুরস প্রাইভেট লিমিটেডের পথচলার ২৫ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে রাজধানীর বিয়াম মিলনায়তনে গতকাল শুক্রবার আয়োজিত রজতজয়ন্তী অনুষ্ঠানে দেশের অন্যতম অন্যতম গ্রুপ অব কোম্পানি ইউনিকের সঙ্গে প্রতিষ্ঠানটির পথচলার ঘোষণা দেওয়া হয়েছে।

এসএসসি পাসের পর অল্প সময়ে ভাষা শিক্ষা ও দক্ষতামূলক প্রশিক্ষণের মাধ্যমে সহজেই উচ্চ বেতনে জাপান, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অভিবাসনের লক্ষ্যে যুথবদ্ধভাবে এ পথচলার কার্যক্রম শুরু হয় রজতজয়ন্তী আয়োজনের মাধ্যমে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইফুরসের প্রতিষ্ঠাতা সাইফুর রহমান খান, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামসেয়ারা ডলি, ইউনিক গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের পরিচালক মো. আব্দুল মোতালেব, ইউনিক ভোকেশনাল ট্রেনিং সেন্টার লিমিটেডের ডিজিএম জাহেদুল হক তুষার প্রমুখ।

রজতজয়ন্তী উপলক্ষে দেশজুড়ে আয়োজন করা হয়েছিল এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে সাইফুরস ইংরেজি কনফিডেন্স পরীক্ষা চ্যালেঞ্জ। এতে দশ ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়; আইইএলটিএসে ভালো ফল করা ১৪ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।