ডিবি হেফাজতে ডিআইজি মোল্যা নজরুল
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সংযুক্ত থাকা পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলামকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। আজ শনিবার সন্ধ্যায় তাকে ডিবি হেফাজতে নেওয়ার তথ্য দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
মোল্যা নজরুল ইসলামকে সুনির্দিষ্ট কোন অভিযোগে ও কোথা থেকে আটক করা হয়েছে, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি ডিএমপি কমিশনার।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৭ অক্টোবর মোল্যা নজরুলকে সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়। এর আগে তিনি গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার, আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি, ডিএমপির (ডিবি) উপকমিশনার, সিআইডির বিশেষ পুলিশ সুপারসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
ডিএমপির (ডিবি) উপকমিশনার থাকাকালে ২০১৩ সালের এপ্রিলে মোল্যা নজরুলের বিরুদ্ধে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে এক কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করা হলে ওই পদ থেকে তাকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। তবে একই বছরের ১২ নভেম্বর ঘুষ গ্রহণের সম্পৃক্ততা ‘না পাওয়ায়’ নজরুলকে দায়মুক্তি দেয় দুদক।