বগুড়ায় ভেঙে ফেলা হলো শেখ মুজিবের ম্যুরাল

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪২
শেয়ার :
বগুড়ায় ভেঙে ফেলা হলো শেখ মুজিবের ম্যুরাল

বগুড়ার শেরপুরে ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স অফিসের দক্ষিণ পাশে নির্মিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্ররা। গতকাল শুক্রবার রাতে ভাঙচুরের এ ঘটনা ঘটে।

পতিত স্বৈরাচার শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে সারাদেশে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার মধ্যেই বগুড়া জেলার শেরপুর উপজেলাতেও শেখ মুজিবের ম্যুরাল ভেঙে ফেলে শিক্ষার্থীরা।

স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ২০ থেকে ৩০ জন বিক্ষুব্ধ ছাত্র বুলডোজার দিয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে ফেলেন। এ সময় বিক্ষুব্ধ ছাত্ররা বলেন, ‘আমরা আওয়ামী লীগকে মানি না, তাদের দোসরদের মানি না। এ কারণেই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে এই ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দিয়েছি। এর বাইরে আমরা অন্য কিছু ভাঙচুর করব না।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ফেরদৌস বলেন, ‘ম্যুরালটি আওয়ামী স্বৈরাচারী সরকারের প্রতীক হয়ে ছিল। এ কারণে এটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।’

এদিকে ম্যুরালটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর উপজেলার নেতা ইয়াছিন আলী জানান, ‘যেহেতু সরকার যেকোনো ধরনের ভাঙচুরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমরাও এসবের বিরুদ্ধে। এই রাতে কারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙেছে, তা আমরা জানি না। এর সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই।’