ভালোবাসা দিবসে ‘সরি কামরুল’

বিনোদন প্রতিবেদক
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৫
শেয়ার :
ভালোবাসা দিবসে ‘সরি কামরুল’

ভালোবাসা দিবসের বিশেষ নাটকে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সঙ্গে থাকছেন তানিয়া বৃষ্টি। নাম ‘সরি কামরুল’। মাই সাউন্ড’র প্রযোজনায় এটি নির্মাণ করেছেন সালমান রহমান খান।

গল্পে দেখা যাবে, মাহিম একজন কন্টেন্ট ক্রিয়েটর। ঘটনাক্রমে জানতে পারে কামরুল নামের এক মধ্যবয়স্ক লোককে তার মা হাত-পায়ে শিকল বেঁধে ঘরে তালা মেরে রাখে। এই ঘটনা দেখতে গিয়ে সে আরেকটি নির্মম ঘটনার সাক্ষী হয়। কামরুলের মায়ের কাছ থেকে সে জানতে পারে, তার পাগল হয়ে গৃহবন্দি থাকার করুণ কাহিনি।

কামরুল একই গ্রামের পারভীন নামের এক মেয়েকে ভালোবাসতো। তাদের ভালোবাসা ছিল গভীর। বিপত্তি ঘটে যখন বিয়ের প্রস্তাব নিয়ে কামরুল পারভীনদের বাসায় যায়। কামরুল মনে করে, ভালো সম্বন্ধ পেয়ে তাকে ছেড়ে অন্যত্র বিয়ে করেছে পারভীন। এই ট্রমা নিতে পারে না সে। যার ফলে আজকের এই পরিণতি। কামরুলকে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যায় মাহিম। সেখানে গিয়ে আরেক সত্যের মুখোমুখি হয় সে।

মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টির পাশাপাশি ‘সরি কামরুল’ নাটকে আরও অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, টুনটুনি সোবহান, আজম খান, ইমরান খান, শান্তি প্রিয়াসহ অনেকে। চিত্রনাট্য লিখেছেন গোলাম সারোয়ার অনিক।

নির্মাতা জানান, ‘সরি কামরুল’ নাটকটি উন্মুক্ত হবে আগামীকাল রবিবার বিকাল ৩টায় মাই সাউন্ড’র ইউটিউব চ্যানেলে।