শ্রীপুরে অগ্নিকাণ্ডে ১৬ ঘর পুড়ে ছাই
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে ১৬ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ক্ষতি এক কোটি টাকা হবে বলে দাবি করেন বাড়ির মালিক।
আজ সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গিলাবচালা গ্রামের মো. শাহজাহানের বাড়িতে। শাহজাহান ওই গ্রামের হাজী মো. মফিজ উদ্দিনের ছেলে।
বাড়ির মালিক জানান, ১৬ কক্ষবিশিষ্ট এক তলা বাড়ির তিনটি কক্ষে স্বপরিবারে থাকেন তিনি। ১৩টি কক্ষ বিভিন্ন কারখানায় কর্মরতদের কাছে ভাড়া দেওয়া। সকালে বিদ্যুত ছিল না। ভাড়াটিয়ার দুই একজন ছাড়া সবাই কর্মস্থলে ছিলেন। ধারণা করা হচ্ছে, ভাড়াটিয়া রশিদের দরজা বন্ধ করা ঘরের ভেতর গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
তিনি বলেন, ‘আমার ঘরে থাকা ১৫ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার পুড়ে গেছে। সব ভাড়াটিয়ার ঘরে থাকা ফ্রিজ, টিভি আসবাবপত্র, টাকা, স্বর্ণালংকার পুড়ে গেছে। ক্ষতির পরিমান কোটি টাকা ছাড়াবে।’
৬৫ নম্বর কক্ষের ভাড়াটিয়া রিটন মিয়ার স্ত্রী বলে, ‘ঘরে ২৫ হাজার টাকাসহ সব পুড়ে গেছে।’ অপর ভাড়াটিয়া রবিউল ইসলাম জানান, তারা দুই বন্ধু একটি ঘরে থাকতেন। ঘরে নগদ তিন লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার ছিল। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়রা জানান, বাড়ির প্রবেশ পথ খুব সংকীর্ণ। ওই বাড়িতে আগুন লাগার পর আশেপাশের সবাই আতঙ্কে ছিলেন। লোকজন আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। দ্রুত সময়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
শ্রীপুর ফায়ার সার্ভিসে ভারপ্রাপ্ত অফিসার মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে দ্রুত সময়ে দুটি ইউনিট পৌছে আগুন যাতে সংকীর্ণ স্থানের পাশের বাড়িতে ছড়াতে না পারে সেই চেষ্টা করা হয়। প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমান তদন্ত করে জানাতে পারব।