মানুষ কী করে মানুষকে ছেড়ে চলে যায়: পরীমণি

বিনোদন ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪১
শেয়ার :
মানুষ কী করে মানুষকে ছেড়ে চলে যায়: পরীমণি

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। দেশের গণ্ডি পেরিয়ে কাজ করেছেন কলকাতাতেও। ‘ফেলুবক্সী’ মধ্যদিয়ে ওপার বাংলার সিনেমায় আত্মপ্রকাশ ঘটে এই চিত্রনায়িকা। দেবরাজ সিনহার পরিচালনায় এতে তার সহশিল্পী সোহম চক্রবর্তী, মধুমিতা সরকারসহ অনেকে। সিনেমাটি মুক্তি পায় গেল ১৭ জানুয়ারি।

এদিকে, অভিনয়ের পাশাপশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় পরী। শুধু কাজ নয়, ব্যক্তিজীবনের নানা কিছু তিনি শেয়ার করেন এই মাধ্যমে। কথা বলেন দেশের নানা ইস্যু নিয়েও। তুলে ধরেন ভালো লাগার বিষয়গুলো। তারই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার ‘প্রোপজ ডে’তে (৭ ফেব্রুয়ারি) একটি ভিডিও শেয়ার করেন এই চিত্রনায়িকা।

এক মিনিটের ভিডিওতে নায়িকা স্মরণ করেন ঘুরতে যাওয়ার কথা। আর ক্যাপশনে উল্লেখ করেন, ‘মানুষ কী করে এত সহজে মানুষকে ছেড়ে চলে যায়।’

পরীমণির কথায়, ‘দু-চার দিনের জন্য কোথাও ঘুরতে গেলে ফেরার সময় জায়গাটার জন্য কেমন একটা মন খারাপ লাগে। আমি শুধু ভাবি, মানুষ কী করে এত সহজে মানুষকে ছেড়ে চলে যায়? এত মায়া কী শুধু তাদেরই, যারা শুধু পড়েই রয়? কে জানে? যাই হোক, হ্যাপি রোজ ডে এভরিওয়ান।’