ভোলার বোরহানউদ্দিনে পৌর মেয়রের বাড়িতে অগ্নিসংযোগ

ভোলা প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৫
শেয়ার :
ভোলার বোরহানউদ্দিনে পৌর মেয়রের বাড়িতে অগ্নিসংযোগ

ভোলার বোরহানউদ্দিন পৌরসভার মেয়র ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ জনতা। আগুনে ওই বাড়ির আসবাবপত্রসহ বেশিরভাগ জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

গতকাল শুক্রবার সন্ধ্যার পর পৌর ২ নং ওয়ার জয়া সড়কে এ আগুনের ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানিয়েছেন, ৫ আগস্টের পর থেকেই আ.লীগ সরকারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র ও বিক্ষুব্ধ জনতা উত্তপ্ত ছিল। এতে আত্মগোপনে চলে যান আ.লীগের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা। গত বুধবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের পর পুরো জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় শেখ মুজিবের ম্যুরাল ও জেলা আ.লীগ কার্যালয়ে ভাঙচুর করেন বিক্ষুব্ধ জনতা। গতকাল শুক্রবার রাতে বোরহানউদ্দিনে সাবেক পৌর মেয়র ও আ.লীগ নেতা রফিকুল ইসলামের বাড়িতে হামলা ও ভাঙচুরের এক পর্যায়ে অগ্নিসংযোগ করেন তারা।