জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতি করে না: মোয়াজ্জেম

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২৬
শেয়ার :
জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতি করে না: মোয়াজ্জেম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতি করে না। কল্যাণ করার জন্য খেলাফত ব্যবস্থার আদলে বাংলাদেশের রাষ্ট্র ও সরকার যেন গঠিত হয় সেই কাজটি করছে।

আজ শুক্রবার বিকেলে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত ১৫ বছর জামায়াতের কোনো ধরনের কর্মকাণ্ড পরিচালিত হতে দেওয়া হয়নি কিন্তু জামায়াত থেমে থাকেনি।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে সম্মানিত করার কথা রয়েছে, সেটি যেন সরকার নিশ্চিত করে। বাংলাদেশের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করা হয়। কিন্তু জামায়াত ইসলামী ৬ মাসের মধ্যে আড়াইশ পৃষ্ঠার একটি দলিল উপস্থাপন করতে সক্ষম হয়েছে। আরও ৯৩ জনের দলিল প্রস্তুত হচ্ছে। এছাড়াও আহত ও ক্ষতিগ্রস্তদের ইতিহাস ধরে রাখতে হবে। এর জন্য যত ধরনের সহযোগিতা দরকার তা সরকারকে করতে হবে। একটি অভ্যুত্থানের পর দেশের মানুষ একটি কল্যাণকর সরকারের প্রত্যাশা করে। বাংলাদেশ ৫৩ বছর অতিক্রম করেছে। এ ৫৩ বছর অনেক উত্থান পতন হয়েছে, এ উত্থান পতনে সরকার এসেছে, সরকার গিয়েছে, দল এসেছে দল গিয়েছে। কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। শুধু উন্নয়ন হয়েছে কিছু কিছু ব্যক্তির।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়িয়া উপজেলা শাখার আয়োজনে ফুলবাড়ীয়া কে.আই. ফাজিল মাদ্রাসায় সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা জামায়াতের আমির মো. ফজলুল হক শামীমের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক মো. জসিম উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন, ময়মনসিংহ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি।

এ সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. আব্দুর রাজ্জাক, কর্ম পরিষদ সদস্য মো. আব্দুল মজিদ প্রমুখ বক্তব্য রাখেন। ইসলামী সংগীত পরিবেশন করেন রিয়াদুল ইসলাম শাহীন।