নালিতাবাড়ী ও হালুয়াঘাট সীমান্তে ভারতীয় জিরা এবং ব্লেড জব্দ
শরপুরের নালিতাবাড়ী ও হালুয়াঘাট উপজেলার সীমান্তর্তী এলাকায় পৃথক অভিযানে ৬ হাজার ৬৬৮ কেজি ভারতীয় জিরা ও ২১ হাজার ৬০০ পিস ভারতীয় ব্র্যান্ডের জিলেট ব্লেড জব্দ করেছে বিজিবি। তবে এ সময় চোরাকারবারিদের ধরতে পারেনি বিজিবি সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার রাতে পৃথক অভিযানে ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন নালিতাবাড়ীর হাতিপাগার বিওপির বিজিবি নাকুগাঁও এলাকায় এবং হালুয়াঘাটের সূর্যপুর বিওপির বিজিবি ডুমনিকুড়ার কাটাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, নাকুগাঁও এলাকা থেকে ৫ হাজার ৮৩৫ কেজি জিরা জব্দ করে বিজিবি। কাটাবাড়ী এলাকা থেকে ৮৩৩ কেজি জিরা, আইলাতলী বিওপির বিজিবি বুটিয়াপাড়া এলাকা থেকে ২১ হাজার ৬০০ পিস জিলেট ব্লেড জব্দ করে বিজিবি। চোরাকারবারিরা অভিনব পন্থায় এসব ভারতীয় জিরা ও ব্লেড পাচারের চেষ্টা করছিল। তবে অভিযানের সময় চোরাকারবারিরা এসব ভারতীয় পণ্য ফেলে সটকে পড়ে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সানভীর হাসান মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং সীমান্তবর্তী যে কোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে ময়মনসিংহ ৩৯ বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমরা সীমান্ত রক্ষা ও চোরাচালান বন্ধে বদ্ধ পরিকর।