গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী আটক
নারায়ণগঞ্জের ফতুল্লায় আঞ্জু বেগম (২৭) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এমন অভিযোগে তার স্বামী কবির হোসেনকে (৪৫) আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে ফতুল্লার পঞ্চবটির ফাজিলপুর থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের পরিবারের দাবি, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে নিহতের স্বামী কবির হোসেনকে আটক করে পুলিশ। নিহত অঞ্জু ওই এলাকার জসিম উদ্দিনের মেয়ে।
এদিকে নিহতের পরিবারের সদস্যরা বলেন, পারিবারিক কলহের জেরে তাদের দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এ নিয়ে কয়েকবার সালিসি বৈঠক হয়। গতকাল রাতে তাদের দুজনের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে বাগবিতণ্ডা হয়।
পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, পারিবারিক কলহে প্রায় স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। নিহতের পরিবারের দাবি, শুক্রবার রাতে তাকে শ্বাসরোধে হত্যা করেছে তার স্বামী। তবে ঘটনাটি হত্যাকাণ্ড কি না সেটি নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের পর। আমাদের কাছে অভিযুক্ত আটক রয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। পরিবারের কেউ মামলা করলে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।