সাবেক মন্ত্রী শ ম রেজাউলের বাড়িতে ভাঙচুর ও আগুন

পিরোজপুর ও নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৩
শেয়ার :
সাবেক মন্ত্রী শ ম রেজাউলের বাড়িতে ভাঙচুর ও আগুন

পিরোজপুরের নাজিরপুরে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার শ ম রেজাউল করিমের বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ও নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন খানের বাড়িতে ভাঙচুর করে আগুন দেওয়া হয়।

এ সময় ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয় রেজাউল করিমের ভাই ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরে আলম শাহীনের নাজিরপুরের বাড়িতে। একই সময় নাজিরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমানের বাড়িতে ভাঙচুর করে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।

আজ বৃহস্পতিবার রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত ভাঙচুর ও অগ্নিসংযোগের এসব ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে একদল বিক্ষুব্ধ ছাত্র-জনতা উপজেলা সদরে একত্র হয়। এরপর মিছিল করে উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও আওয়ামী লীগের সাবেক জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের বাড়িসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো ও আগুন ধরিয়ে দেওয়া হয়।

অন্যদিকে পিরোজপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এস এম বায়জীদ হোসেনের পিরোজপুর পৌর শহরের বাইপাস সড়কের বাড়িতে প্রথমে ভাঙচুর ও পরে আগুন দিয়েছে একদল বিক্ষুব্ধ জনতা।

এছাড়া ছাত্র-জনতা ঢাকা মহানগর ছাত্রলীগের (দক্ষিণ) সাবেক সভাপতি ও মঠবাড়িয়া উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট বায়জীদ আহমেদ খানের মঠবাড়িয়ার পৌর এলাকার বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। বিক্ষুদ্ধ জনতা বৃহস্পতিবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটায় বলে জানান স্থানীয়রা।

গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৫ ও ৬ আগস্ট এসব বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। গত ৫ আগষ্টের পর থেকে রেজাউল করিম আত্মগোপনে রয়েছেন।

এর আগে বুধবার রাতে পিরোজপুর সদরে সাবেক এমপি একেএমএ আউয়াল, সাবেক মেয়র হাবিবুর রহমান মালেক ও জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ভাঙচুর চালানো হয় সাবেক মেয়র হাবিবুর রহমান মালেকের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে।