রেকর্ড ভাঙ্গতে নবাবগঞ্জে আসছেন মিজানুর রহমান আজহারী

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০২
শেয়ার :
রেকর্ড ভাঙ্গতে নবাবগঞ্জে আসছেন মিজানুর রহমান আজহারী

তাফসিরুল কুরআন মাহফিলকে ঘিরে একে একে রেকর্ড ভাঙ্গছেন আন্তর্জাতিক খ্যাতিমান বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী। এবার রেকর্ড ভাঙতে ঢাকা বিভাগে মাহফিল করবেন তিনি। 

আগামীকাল শনিবার ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়ন মাহফিল কমিটি আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠানে প্রধান বক্তা হয়ে বাদ জোহর তাফসীর পেশ করবেন তিনি।

মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা জেলা বিএনপি'র সভাপতি খন্দকার আবু আশফাক।

ইতিমধ্যে মাহফিলের সমস্ত কার্যক্রম শেষ হয়েছে। প্রায় ১৫ লক্ষ মানুষের বসার জন্য প্রস্তুত করা হয়েছে। এছাড়া প্রধান মঞ্চটি প্রায় এক হাজার একর কৃষি জমির উপর নির্মাণ করা হয়েছে। সেখানে শুধু পুরুষদের বসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মহিলা শ্রোতাদের জন্য বিভিন্ন স্থানে মোট ৭টি মাঠ প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি গাড়ি পার্কিংয়ের জন্য ১২টি মাঠ নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে ৩০টি এলইডি মনিটরের ব্যবস্থা করা হয়েছে। দূরদূরান্ত থেকে আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাখা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। ৬টি অ্যাম্বুলেন্স থাকবে রোগী পরিবহনের জন্য। এছাড়া মোবাইল নেটওয়ার্ক ঠিক রাখতে বসানো হয়েছে ভ্রাম্যমাণ মোবাইল টাওয়ার। সেই সাথে ৩০টি পয়েন্টে গাড়ি কনট্রোল করতে নিয়োজিত থাকবে ট্রাফিক পুলিশ। অগ্নিনিরাপত্তার জন্য ফায়ার সার্ভিসের একটি ইউনিটও কাজ করবে।

মাহফিল আয়োজন কমিটির সভাপতি শাহজাহান শিকদার আমাদের সময়কে জানান, ইতোমধ্যে আমাদের সমস্ত কার্যক্রম শেষ হয়েছে। আমরা স্বনামধন্য বক্তা মিজানুর রহমান আজহারী সাহেবকে বরণ করে নিতে পুরোপুরি প্রস্তত। 

শাহজাহান আরও জানান, আগামীকাল শনিবার দুপুর ১২টায় মিজানুর রহমান আজহারী হেলিকপ্টার যুগে মাহফিল ময়দানে এসে পৌঁছাবেন। তিনি বাদ জোহর তাফসীর পেশ করবেন।

মাহফিল কমিটির উপদেষ্টা বারুয়াখালি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লা আল মামুন খান আমাদের সময়কে জানান, আমরা প্রায় এক মাস ধরে প্যান্ডেলের কাজ করছি। আমাদের এই আয়োজন নবাবগঞ্জ তথা ঢাকা বিভাগের সবচেয়ে বড় আয়োজন।

জানা যায়, আজহারীর এই মাহফিল ঘিরে প্রায় আধা কিলোমিটার নিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী অজুখানা, যা ইতিমধ্যে রেকর্ডের জন্ম দিয়েছে। 

এদিকে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ইতোমধ্যেই প্রিয় বক্তাকে কাছ থেকে দেখতে ও তাফসীর শুনতে অনেক আত্মীয় স্বজন একদিন আগেই এসেছেন। এতে করে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

তাফসীর মাহফিল ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীও শক্ত অবস্থানে থাকবেন বলে নিশ্চিত করেছেন দোহার সার্কেলের সিনিয়র এএসপি আশরাফুল আলম। তিনি জানান, মাহফিল ঘিরে আমাদের কয়েক স্তরের নিরাপত্তা বাহিনী কাজ করবে। এছাড়া সেনাবাহিনী, আনসার, র‍্যাবসহ বিভিন্ন বাহিনী কাজ করবে। আমরা আশা করব এই মাহফিল ঘিরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। 

উল্লেখ্য, সকাল দশটায় তাফসিরুল কোরআন মাহফিল শুরু হয়ে বিকাল চারটায় শেষ হবে। এছাড়া তাফসিরুল কুরআন মাহফিলে বিশেষ বক্তা হিসেবে তাফসীর পেশ করবেন, মাওলানা মনিরুল ইসলাম মজুমদার, হাফেজ ক্বারী শেখ মোহাম্মদ সিদ্দিকুর রহমান, হাফেজ ক্বারী মাওলানা আব্দুল ওহাব দোহারী ও হাফেজ মাওলানা মহিবুল্লাহ রুম্মান।