হাতিয়ায় পুড়িয়ে দেওয়া হলো সাবেক সংসদ মোহাম্মদ আলীর বাড়ি

নোয়াখালী প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩০
শেয়ার :
হাতিয়ায় পুড়িয়ে দেওয়া হলো সাবেক সংসদ মোহাম্মদ আলীর বাড়ি

নোয়াখালী হাতিয়ায় আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে সাবেক সংসদ মোহাম্মদ আলীর বাড়ি। 

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে পৌরসভার ৬ নং ওয়ার্ড লক্ষীদিয়া বড় পোল ও পৌরসভার ১নং ওয়ার্ড ব্রিকফিল্ড বাজারের পাশে দুটি বাড়িতে আগুন দেওয়া হয়।

এতে মোহাম্মদ আলীর মালিকানা দুটি বাড়ীর ভবনের অধিকাংশ পুড়ে ছাঁই হয়ে গেছে। এরে আগে রাত ১০টার সময় বিক্ষুদ্ধ ছাত্রজনতা স্লোগান দিয়ে এসে বাড়ী ভাঙচুরের চেষ্ঠা করলে মোহাম্মদ আলীর অনুসারীরা তাদের প্রতিহত করেন। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের কয়েকজন আহত হলেও কারো নাম পাওয়া যায়নি। পরে রাত ১টার পর মোহাম্মদ আলীর সমর্থকরা চলে গেলে আগুন দেওয়া হয় তার বাসায়।

এদিকে একই সময় আগুন পুড়িয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ আলীর মালিকানা যাত্রীবাহি ট্রলার। এতে নলচিরা ঘাটে তীরে অবস্থান করা ৪টি ট্রলার ও ৫টি স্পীডবোট পুড়ে ছাঁই হয়ে গেছে। রাত ১২টার সময় বিক্ষোভবদ্ধরা জ্বালানি তেল ছিটিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়। ৫ আগষ্টের পর এসব ট্রলার ও স্পীডবোট নলচিরা ঘাটে তীরে বেঁধে রাখা হয়েছিল।