শিবচরে ভ্যানচালক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার

শিবচর প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫০
শেয়ার :
শিবচরে ভ্যানচালক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার

মাদারীপুরের শিবচরে ভুট্টা ক্ষেতের ভিতর থেকে মিজান কাজী (২০) নামের এক ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে যৌথবাহিনী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকালে উপজেলার কাদিরপুর ইউনিয়নের পবন মোড়লের চর কান্দি গ্রামে সামাদ মৃধার ভুট্টা ক্ষেতের ভিতর কাজে গেলে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে শিবচর থানার ওসি মো. রতন শেখসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে ভুট্টা ক্ষেতের ভিতর থেকে গলা কাটা অবস্থায় রক্তাক্ত মরদেহটি উদ্ধার করেন। 

নিহত মিজান উপজেলার উমেদপুর ইউনিয়নের চরকাচিকাটা গ্রামের লাভলু কাজির ছেলে। তিনি শিবচর পৌর শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন ভাড়া বাসায় থাকতেন।

এর আগে বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো গ্যারেজ থেকে ভাড়ায় চালিত অটোভ্যান নিয়ে মিজান জীবিকা নির্বাহের জন্য রাস্তায় বেরিয়ে পড়েন। পরে আর ঘরে ফিরেননি । 

নিহতের পরিবারের ধারণা, ব্যাটারি চালিত অটোভ্যানটি ছিনতাই করার জন্যই তাকে গলা কেটে জবাই করে ফেলে গেছে ছিনতাইকারীরা। এর আগেও শিবচরে একইভাবে আরেকটি ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। তাই এই চক্রকে ধরে দ্রুত আইনের আওতায় আনার দাবিও করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে শিবচর থানার ওসি মো. রতন শেখ (পিপিএম) বলেন, ‘ভুট্টা ক্ষেতের ভিতর থেকে এক ভ্যানচালকের গলাকাটা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে।’