বিএনপির নেতা শাজাহানের শারীরিক অবস্থার উন্নতি, সিসিইউতে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০১
শেয়ার :
বিএনপির নেতা শাজাহানের শারীরিক অবস্থার উন্নতি, সিসিইউতে স্থানান্তর

বিএনপি ভাইস-চেয়ারম্যান মো. শাজাহানের স্বাস্থ্যের উন্নতি হয়েছে। তাকে আজ শুক্রবার সকালে আইসিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। 

পরিবারের বরাত দিয়ে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আমজাদ চৌধুরী শাহদাত জানান, আল্লাহর অশেষ রহমতে আজ শুক্রবার সকালে বিএনপির ভাইস চেয়ারম্যান শাজাহানের ভেন্টিলেশন সাপোর্ট খুলে দেওয়া হয়েছে। কিন্তু হাইপ্লো অক্সিজেন দেওয়া হচ্ছে। আল্লাহ সহায় থাকলে চিকিৎসকরা আশা করছেন আগামী পরশু তাকে কেবিনে স্থানান্তর করা হবে। 

মো. শাজাহানের পরিবার দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান শাহাদাত।

প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারি ব্যাংককের একটি হাসপাতালে অস্ত্রপাচারের মাধ্যমে তার হৃদপিণ্ডে দুটি বাল্ব প্রতিস্থাপন করা হয়। এরপর সিসিইউতে থাকা অবস্থায় তার লাং-এ ইনফেকশন দেখা দিলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

এদিকে তার সঙ্গে তার স্ত্রী ও বড় ছেলে রয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর চিকিৎসার জন্য ব্যাংককে যান সাবেক এমপি ও বিএনপি ভাইস-চেয়ারম্যান মো. শাজাহান।