টঙ্গীতে সাবেক প্রতিমন্ত্রী ও তার চাচার বাড়ি ভাঙচুর
গাজীপুর-২ আসনে সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও তার চাচা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান মতির বাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ছাত্র জনতা বিক্ষোভ ও মিছিল নিয়ে তাদের বাড়িতে ঢুকে বাড়িঘর ভাঙচুর করে। সেই সঙ্গে বাড়িতে থাকা মালামাল লুট করে। এরপর বাড়ির কিছু জিনিসপত্রে আগুন ধরিয়ে দেন তারা।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মুখে সাবেক প্রতিমন্ত্রী ও গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল পালিয়ে যান।
প্রসঙ্গত, সম্প্রতি শেখ হাসিনার ভাষনকে কেন্দ্র করে ধানমন্ডির ৩২ নাম্বার বাড়ি ভাঙার পর থেকে সারাদেশে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতার বাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার জাহিদ আহসান রাসেল এবং তার চাচার বাড়ি ভাঙচুর করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, ভাঙচুরের ঘটনার সময় জাহিদ আহসান রাসেলের মা ফরিদা আহসান বাড়িতে অবস্থান করছিলেন। পরবর্তীতে তাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।