ভোলায় আ.লীগ কার্যালয়সহ মুজিবের ৩ ম্যুরাল ভাঙচুর
ভোলায় জেলা আ.লীগ কার্যালয়সহ মুজিবের ৩টি ম্যুরাল ভেঙে গুড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা।
গতকাল বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে এসব স্থাপনা বুলডুজার মেশিন দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
এর মধ্যে ভোলা পৌরসভা কার্যালয়, জেলা পরিষদ, জেলা প্রশাসক কার্যালয়ের বঙ্গবন্ধুর ৩টি ম্যুরাল ভেঙে ফেলা হয় এবং বাংলা স্কুল মোড় চত্বরে অবস্থিত জেলা আ.লীগ কার্যালয় গুড়িয়ে দেওয়া হয়।
বুলডেজার মেশিন দিয়ে এসব স্থাপনা ভাঙার সময় বিভিন্ন স্লোগান দেন ছাত্র-জনতা।
এর আগে বুধবার রাতে ভোলা-১ আসনের সংসদ সদস্য সদস্য তোফায়েল আহমেদের বাস ভবনে হামলা, ভাংচুর এবং আগুনে পুড়িয়ে দেন ছাত্র-জনতা।
মূলত মঙ্গলবার রাতে সাবেক প্রধানমন্ত্রীর ভাষনের পর থেকে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ ছাত্র জনতা।
এরপর থেকে উত্তাপ্ত হয়ে উঠে ভোলা। দিনভর পরিস্থিতি থমথমে ছিল। এতে আতংক ছড়িয়ে পড়ে পুরো শহরে।