মেহের আফরোজ শাওনের বাড়িতে আগুন

অনলাইন ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৩৩
শেয়ার :
মেহের আফরোজ শাওনের বাড়িতে আগুন

জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। আজ বৃহস্পতিবার বিকেলে বাড়িটিতে প্রবেশ করে বিক্ষুব্ধরা।

এ সময় বাড়িটিতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। একপর্যায়ে বাড়িটির ভেতর আগুন ধরিয়ে দেওয়া হয়। তাছাড়া বাড়িটির সামনে গান বাজিয়ে উল্লাশ করতেও দেখা যায়।

বাড়িটি মেহের আফরোজ শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর পারিবারিক সম্পত্তি। তিনি সবশেষ নির্বাচনে আওয়ামী লীগের মননোয়্নপ্রত্যাশী ছিলেন বলে জানা গেছে।

জামালপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাড়ি ভাঙচুর করে এবং আগুন দেয়। পরে আমরা আগুন নেভানোর চেষ্টা করি।

এ বিষয়ে জামালপুর সদর থানার তদন্তকেন্দ্রের ইনচার্জ ওবায়দুল হক রহমান বলেন, অগ্নিসংযোগের বিষয়টি শুনেছি। তবে কে বা কারা এটি করেছে তা বলা যাচ্ছে না।