যশোরে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া কয়েদির হাসপাতালে মৃত্যু
যশোর কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া এক কয়েদির হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু হয়েছে। নিহত কয়েদির নাম এনামুল হক।
নিহত এনামুল যশোর সদর উপজেলার চানপাড়া গ্রামের মফজেল হোসেনের ছেলে। তিনি যশোরের মফিজুর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডাদেশ পাওয়া কয়েদি।
হাসপাতাল ও কারাগার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে এনামুল বুকে তীব্র ব্যাথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি বেলা সাড়ে ১১টার দিকে মরা যান।