রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৫
শেয়ার :
রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা মো. তরিকুল ইসলাম তারেক। ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে আবুল বাশার নামের এক রাজমিন্ত্রীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার উত্তর সাউথপুর নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতার নাম মো. তরিকুল ইসলাম তারেক। তিনি উপজেলার মঠবাড়ি ইউনিয়নের উত্তর সাউথপুর এলাকার মৃত আব্দুল আজিজ হাওলাদারের বড় ছেলে ও মঠবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, গত ২ ফেব্রুয়ারি মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর এলাকায় সন্ধ্যায় আবুল বাশার নামের এক রাজমিস্ত্রীকে  প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। ওই ঘটনায় নিহতের স্ত্রী আসমা বেগম বাদী হয়ে নাজমুল ও রাতুল নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিন জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার প্রধান আসামি নাজমুলকে র‌্যাব-৮ ঢাকার গাজীপুরের শ্রীপুর থেকে মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করে পুলিশে হস্তান্তর করে। নাজমুলকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে আবুল বাশার হত্যার হুকুমদাতা হিসেবে তরিকুল ইসলাম তারেকের নাম প্রকাশ করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, আসামিকে বৃহস্পতিবার দুপুরেই ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।