ঢাকায় ১৪৪ আইনজীবীর নামে মামলা
বোমা বিস্ফারণ ঘটিয়ে ঢাকা আইনজীবী সমিতির বিএনপিপন্থী আইজীবীদের মারধর ও হত্যাচেষ্টায় সমিতির আওয়ামী লীগপন্থী শীর্ষস্থানীয় ১৪৪ সদস্যের নামে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ আলী বাবু।
আদালত বাদীর জবানবন্দী গ্রহণ করে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে কোতোয়ালি থানাকে নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, ঢাকা মহানগরের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাঈদ সাগর, সমিতির সদস্য শেখ হেমায়েত হোসেন, অ্যাডভোকেট মোখলেসুর রহমান বাদল, সাইদুর রহমান মানিক, গাজী শাহআলম, আব্দুল বাতেন, আসাদুজ্জামান খান রচি, সানজিদা খানম, মাহবুবুর রহমান, আব্দুর রহমান হাওলাদার, মিজানুর রহমান মামুন, আনোয়ার সাহাদাৎ শাওন, ফিরোজুর রহমান মন্টু, গোলাম কিবরিয়া জোবায়ের, মো. নুর হোসেন, তাছলিমা ইয়াসমিন দিপা, ওমর ফারুক আসিফ, নজরুল ইসলাম শামীম প্রমুখ।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
মামলায় অভিযোগ করা হয়, গত ৪ আগস্ট আওয়ামী লীগের সমর্থনে আসামি আওয়ামীপন্থী আইনজীবীরা ঢাকা আইনজীবী সমিতিতে মিছিল বের করেন। মিছিল শেষে তারা সমিতির বিভিন্ন কক্ষ ভাঙচুর করেন। এরপর বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং বাদীসহ আইনজীবীদের মারধর করে হত্যার চেষ্টা করেন।