একুশে পদক পাচ্ছেন অভ্র’র উদ্ভাবক মেহেদী হাসান খান
একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন অভ্র কিবোর্ডের উদ্ভাবক মেহেদী হাসান খান। একইসঙ্গে আরও ১৩ ব্যক্তি ও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে দেওয়া হচ্ছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এই সম্মাননা।
আজ বৃহস্পতিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তাদের নাম প্রকাশ করেন।
বাংলা ভাষায় লেখাকে সহজতর করতে অবদান রাখায় বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাটাগরিতে একুশে পদকে মনোনিত হন মেহেদী হাসান খান।
জানা যায়, ২০০৩ সালে ইউনিকোড ও এএনএসআই সমর্থিত বাংলা লেখার জন্য ফ্রি ও ওপেন সোর্স সফটওয়্যার অভ্র কিবোর্ড তৈরি করেন মেহেদী হাসান খান। তার এই উদ্ভাবনের জন্য কম্পিউটার ও মোবাইল ফোনে বাংলা লেখা সহজ হয়েছে।
২০১১ সালে তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য বেসিস পুরস্কার পান মেহেদী হাসান খান। তিনি রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং নটর ডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন।
একুশে পদকে মনোনিত অন্যরা হলেন চলচ্চিত্রে আজিজুর রহমান (মরণোত্তর), সংগীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন, চিত্রকলায় রোকেয়া সুলতানা, সাংবাদিকতায় মাহফুজ উল্লা (মরণোত্তর), সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় শহীদুল আলম, শিক্ষায় নিয়াজ জামান, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর), ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ (মরণোত্তর) ও শহীদুল জহির (মরণোত্তর) এবং গবেষণায় মঈদুল হাসান। এ ছাড়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ক্রীড়া বিভাগে মনোনিত করা হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার