এবার ঢাকার মাহফিলে ওয়াজ করবেন আজহারী

অনলাইন ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫১
শেয়ার :
এবার ঢাকার মাহফিলে ওয়াজ করবেন আজহারী

জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। ফাইল ছবি

দেশের পট-পরিবর্তনের পর মালয়েশিয়া থেকে দেশে ফিরে বিভিন্ন জেলোয় ওয়াজ করছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। এবার ঢাকার এক মাহফিলে ওয়াজ করতে যাচ্ছেন তিনি।

আগামী শনিবার ঢাকার নবাবগঞ্জের বারুয়াখালীতে কোরআনের তাফসির মাহফিল অনুষ্ঠিত হবে। সেখানে তাফসির পেশ করবেন মিজানুর রহমান আজহারী। মাহফিল ভালোভাবে সম্পন্ন করতে এরই মধ্যে নেওয়া হয়েছে বিশাল প্রস্তুতি।

মাহফিলের জন্য বিশাল মঞ্চ প্রস্তু রাখা হয়েছে। প্রায় অর্ধ কিলোমিটার জায়গাজুড়ে বানানো হয়েছে অজুখানা। বিশাল প্যান্ডেলের সামনে রয়েছে শ্রোতাদের বসার জন্য শামিয়ানা টানানো বড় ময়দান।

মাহফিলের পোস্টার থেকে জানা যায়, মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। এতে সভাপতিত্ব করবেন মাহফিল পরিচালনা কমিটির সভাপতি মো. শাহজাহান শিকদার।

উল্লেখ্য, মালয়েশিয়া চলে যাওয়ার পর দীর্ঘদিন বাংলাদেশে ওয়াজ করেননি মিজানুর রহমান আজহারী। গত বছরের ২৭ ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ায় তিনি এক তাফসির মাহফিলে ওয়াজ করেন। ওই মাহফিলে শ্রোতাদের ঢল নেমেছিল।  এরপর বিভিন্ন জেলায় ওয়াজ করেছেন তিনি। সব মাহফিলেই শ্রোতাদের উপচেপড়া ভিড় ছিল।