পাকিস্তানে চেকপোস্টে হামলা, ৩ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৭
শেয়ার :
পাকিস্তানে চেকপোস্টে হামলা, ৩ পুলিশ নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি পুলিশ চেকপোস্টে হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। আজ বৃহস্পতিবার সকালে এই হামলার ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ। 

পুলিশ জানিয়েছে, হামলাকারীদের কাছে ভারী অস্ত্র ছিল। বাহাদুরখেলের পুলিশ চেকপোস্টে এই হামলা চালায়। নিহতরা হলেন তৈপুর, হায়তা, নাকিব ও আদনান। আহত চারজনকে জেলা সদরদপ্তরের হাসপাতালে নিয়ে যাওয় হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পেশেয়ারের হাসপাতালে স্থানান্তর করা হয়। 

জেলা পুলিশ কর্মকর্তা কারাক বলেন, হামলাকারীদের ধরতে পারেনি পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে তারা পালিয়ে যায়। ভারী অস্ত্র নিয়ে অনেক পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন সেই স্থান বন্ধ করে দেওয়া হয়েছে। 

এই ঘটনার পর সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

কয়দিন আগেই খাইবার পাখতুনখোয়া প্রদেশে একজন পুলিশকে গুলি রে হত্যা করা হয়েছিল। ৩ ফেব্রুয়ারি পোলিও টিকাদানকালেও হামলা চালানো হয়।