দিল্লির বিধানসভার ভোট শেষ, জরিপে এগিয়ে কে?

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩১
শেয়ার :
দিল্লির বিধানসভার ভোট শেষ, জরিপে এগিয়ে কে?

ভারতের দিল্লিতে বিধানসভার ভোটগ্রহণ শেষ হয়েছে। গতকাল বুধবার এই ভোটগ্রহণ শেষ হওয়ার পর আজ বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে বুথফেরত জরিপ। তবে চূড়ান্ত ফল আসতে অপেক্ষা করতে হবে শনিবার পর্যন্ত। সেদিন ভোটগণনা শুরু হবে। 

বুধ ফেরত জরিপ অনুযায়ী, ভোটে জেতার সম্ভাবনা বেশি ক্ষমতাসীন বিজেপির। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষার মতে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)-কে হারিয়ে প্রায় ২৭ বছর পরে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি ও তার সহযোগী দলগুলি। এবারেও কংগ্রেসের আশানুরূপ ফলের ইঙ্গিত দেয়নি কোনো এক্সিট পোল।  

বুধবার দিল্লির ৭০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়েছে। সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক নম্বর ৩৬।  কেজরিওয়ালের আম আদমি পার্টি লড়েছে ৭০টি আসনে। বিজেপি প্রার্থী দিয়েছে ৬৮ আসনে। দুটি আসন তারা ছেড়েছে জেডিইউ এবং এলজেপি (রামবিলাস) কে। অধিকাংশ জরিপের ইঙ্গিত, বিজেপি জিততে পারে প্রায় ৪০ এর বেশি আসনে। 

চাণক্য স্ট্র্যাটেজিসের সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ৩৯-৪৪ টি আসন। আপ জিততে পারে ২৫-২৮ টি আসনে। কংগ্রেসের ঝুলিতে থাকতে পারে দুই থেকে তিনটি আসন। ডিভি রিসার্চের বুথ-ফেরত সমীক্ষা অবশ্য কংগ্রেস কে একটি আসনও দেয়নি। তাদের সমীক্ষা অনুযায়ী, বিজেপি পেতে পারে ৩৬-৪৪ টি আসন এবং আম আদমি পার্টি জিততে পারে ২৬ থেকে ৩৪টি আসনে।

জেভিসির সমীক্ষার ইঙ্গিত বিজেপি পেতে পারে ৩৯-৪৫ টি আসন। আম আদমি পার্টি জিততে পারে ২২ থেকে ৩১টি আসন এবং কংগ্রেস পেতে পারে শূন্য থেকে দু'টি আসন। ম্যাট্রিজের সমীক্ষা অনুযায়ী আপের ঝুলিতে থাকতে পারে ৩২-৩৭ টি আসন। বিজেপি জিততে পারে ৩৫ থেকে ৪০টি আসনে। কংগ্রেসের ভাগ্যে একটি আসন জয়ের ইঙ্গিত দিয়েছে এই সমীক্ষাটি।