সুনামগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল ও ডংকা শাহ্ মাজার ভাঙচুর
সুনামগঞ্জ শহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাঁচটি ম্যুরাল ও একটি মাজার ভাঙচুর করেছেন জনতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
গতকাল বুধবার গভীর রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও জনতা সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় মিছিল করে প্রথমে সুনামগঞ্জ পৌরসভার সামনের জড়ো হন। সেখানে পৌরসভা প্রাঙ্গণের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেন। এরপর পর্যায়ক্রমে সুনামগঞ্জ শহরের ঐতিহ্য জাদুঘর, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদের সামনের বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করা হয়। এছাড়া বুধবার রাতে তারা সুনামগঞ্জ শহরের হাছননগরে হোসেন বখত চত্বরের পাশের ডংকা শাহ্ মোকাম নামের একটি মাজারও ভেঙে দেন।
বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের সময় শিক্ষার্থী ও জনতা- আমার সোনার বাংলায় মুজিববাদের ঠাঁই নাই, জ্বালোরে জ্বালো আগুন জ্বালো, আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও, মুজিববাদের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাওসহ বিভিন্ন স্লোগান দেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইমন দোজ্জা বলেন, ‘দেশে ফ্যাসিবাদীদের যা কিছু আছে, সেগুলো আমরা ভেঙে দিতে চাই। যাতে দেশের কেউ আর এই ফ্যাসিবাদের দিকে অনুপ্রাণিত না হয়। সেজন্য সুনামগঞ্জের সব ম্যুরাল ভেঙে দেওয়া হয়েছে।’