টেকনাফে বিজিবির অভিযানে ৪ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩২
শেয়ার :
টেকনাফে বিজিবির অভিযানে ৪ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নোয়াপাড়া নাফ নদীর কেওড়া বন এলাকায় অভিযান চালিয়ে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। 

আজ বৃহস্পতিবার গভীর রাতে টেকনাফে নাফ নদীর তীরবর্তী নোয়াপাড়া আদমজোড়া কেওড়া বন এলাকায় এই অভিযান পরিচালনা করে বিজিবি।

টেকনাফ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গতকাল বুধবার গভীর রাতে ইয়াবার একটি বড় চালান নাফ নদী হয়ে টেকনাফে পাচারের সংবাদ পায় বিজিবির গোয়েন্দা টিম। 

এরই সূত্র ধরে বিজিবির একাধিক টিম নাফ নদীর আদমজোড়া কেওড়া বন এলাকায় অবস্থান নেয়। এরপর গভীর রাতে একটি নৌকায় করে একদল পাচারকারী মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে কেওড়া বন এলাকায় আসলে বিজিবি টিম তাদের ধাওয়া করে। এ সময় পাচারকারীরা নৌকা ফেলে সাঁতার কেটে নাফ নদী পার হয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা কেওড়া বনে নৌকাটি জব্দ করার পাশাপাশি তল্লাশি চালিয়ে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করে। 

লে. কর্নেল আশিকুর রহমান জানান, জব্দ নৌকা ও ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং টেকনাফ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।