আতাইকুলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা পুলিশ গোপন অভিযানে ৮ বছর ২ মাসের সাজাপ্রাপ্ত ও চারটি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে আটক করেছে। তিনি আতাইকুলা থানার গঙ্গারামপুর গ্রামের গোলাম মোস্তফা (রতন) এর ছেলে জহুরুল ইসলাম।
আজ বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়।
থানা সূত্রে জানা যায়, গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই শাহ আলম, এএসআই রাজু আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গঙ্গারামপুর থেকে জহুরুলকে আটক করেন। তার বিরুদ্ধে ডাকাতির মামলা জিআর-১৪৭/১৮ (আটঘড়িয়া) এর ৮ বছর ২ মাসের সাজা ও জিআর-১০০/২৩ (কুড়িগ্রাম), জিআর-১০৮/২৩ (নাটোর), জিআর-৬০০/২৩ (পাবনা) ওয়ারেন্ট রয়েছে।
আতাইকুলা থানার ওসি একেএম হাবিবুল ইসলাম বলেন, ‘তিনি ডাকাত দলের সদস্য। সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট রয়েছে। বৃহস্পতিবার তাকে আাদালেত প্রেরণ করা হয়েছে।’