ছবিতে ধানমন্ডির ৩২ নম্বর

অনলাইন ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৯
শেয়ার :
ছবিতে ধানমন্ডির ৩২ নম্বর

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর করতে জড়ো হয়েছিল হাজারো ছাত্র-জনতা। গতকাল বুধবার রাত ৮টার দিকেই ভাঙচুর শুরু হয়।

আজ বৃহস্পতিবার সকালেও শেখ মুজিবুর রহমানের বাড়ি এখনো ভাঙা চলছে। সকাল সাড়ে সাতটার দিকে ভারী যন্ত্র দিয়ে বাড়িটি ভাঙতে দেখা গেছে। বাড়ির সামনের অংশে তিনতলা পর্যন্ত অনেকটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে মানুষের ভিড় ও উল্লাস দেখা গেছে। 

ছবিতে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির পরিস্থিতিকে তুলে ধরা হলো: 

ছবির ক্যাপশন: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আজ বৃহস্পতিবার সকালেও শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা চলছে।

ছবির ক্যাপশন: বাড়ি ভাঙার পরে ভোর সাড়ে ছয়টায় তোলা ছবি।

ছবির ক্যাপশন: বাড়ি ভাঙা হচ্ছে বুলডোজার দিয়ে।

ছবির ক্যাপশন: কিছু কিছু জায়গায় আগুন জ্বলছিল।

ছবির ক্যাপশন: বাড়িটির অনেকটা অংশই গুঁড়িয়ে ফেলা হয়েছে।

ছবির ক্যাপশন: ভেঙে ফেলা বাড়ির সামনে উৎসুক মানুষের ভিড়।