হতে যাচ্ছে ৩০০ মিলিয়ন ডলারের বিবাহবিচ্ছেদ!

সংগীত

নিজস্ব প্রতিবেদক
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
শেয়ার :
হতে যাচ্ছে ৩০০ মিলিয়ন ডলারের বিবাহবিচ্ছেদ!

সেলেনা গোমেজের সঙ্গে আট বছরের সম্পর্ক বিচ্ছেদের পর ২০১৮ সালে মডেল হেইলিকে চুপিসারে বিয়ে করেন জাস্টিন বিবার। এবার ভেঙে যাচ্ছে সেই বিয়ে। বিষয়টা জানাজানি হয়েছে বিবারের এক ছবি প্রকাশ্যে আসার পর! কঙ্কালসার চেহারা, গাল ভেঙে গেছে, কোটরাগত চোখের দৃষ্টি শূন্য, পপতারকা জাস্টিন বিবারের এমন ছবিই সম্প্রতি প্রকাশ্যে এসেছে! বোঝাই যাচ্ছে, গায়ক শারীরিক এবং মানসিক দিক থেকে বিপর্যস্ত। জানা গেছে, একাধিক কারণে জাস্টিনের এই অবস্থা। প্রথমত, গায়কের ভয়, প্রাক্তন মেন্টর সিয়ান ডিডি কম্বোসের যৌন কেলেঙ্কারি মামলায় তাকে ডাকা হতে পারে। যদি সত্যিই তাকে ডাকা হয় বিষয়টি তার পেশাজীবনের পক্ষে যথেষ্ট নেতিবাচক। এই আতঙ্ক কমাতেই তিনি নাকি আরও বেশি করে মাদকে ডুবে গেছেন। দুই, এই কারণেই হেইলির সঙ্গে গায়কের ছয় বছরের বিয়ে নাকি ভাঙতে চলেছে। জাস্টিনের মাত্রাতিরিক্ত মাদকসেবন এবং অসলংগ্ন আচরণকেই বিয়ে ভেঙে যাওয়ার জন্য দায়ী করেছেন হেইলি। একই সঙ্গে তিনি চাইছেন, পাঁচ মাসের সন্তানের ওপর যেন বাবার প্রভাব না পড়ে। এমন খবর ছড়াতেই বিবারভক্তদের মন খারাপ। সমাজমাধ্যমে নানা মন্তব্যের ছড়াছড়ি। কেউ লিখেছেন, এই দুই কারণ যে কোনো মানুষকে মানসিক এবং শারীরিকভাবে ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট। বলা প্রয়োজন, মাত্র পাঁচ মাস আগে বাবা হয়েছেন বিবার। ছেলে জ্যাককে নিয়ে তার আর হেইলির সুখের সংসার ছিল। এরইমধ্যে হেইলি নাকি বিচ্ছেদের জন্য আইনজীবীর শরণাপন্ন হয়েছেন। সন্তানের দেখভাল এবং বিচ্ছেদের জন্য গায়ক স্বামীর কাছে হেইলি ৩০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চাইতে পারেন, এমনটাই শোনা যাচ্ছে। যদিও বিবার-হেইলি নিজেরা এ বিষয়ে কিছু বলেননি।