সার্কাসকন্যা মিথিলা
বিনোদন সময় প্রতিবেদক
সার্কাসকন্যা হয়ে বড় পর্দায় আসছেন রাফিয়াত রশিদ মিথিলা। অরুণ চৌধুরীর ‘জলে জ্বলে তারা’ সিনেমায় এই ভূমিকায় দেখা যাবে তাকে। ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। সিনেমায় মিথিলার চরিত্রের নাম তারা। চরিত্রটি ধারণ করতে চ্যালেঞ্জের পাশাপাশি যথেষ্ট সাহসের প্রয়োজন ছিল বলে জানান মিথিলা।
গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এমন চরিত্রে আগে কখনোই অভিনয় করা হয়নি। সার্কাসে আমাকে নাচতে হয়েছে, ছুরি খেলায় অংশ নিতে হয়েছে। চ্যালেঞ্জ তো অবশ্যই ছিল। চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য নিয়মিত অনুশীলন করতে হয়েছে। বিশেষ করে ছুরি খেলায় অংশ নিতে যথেষ্ট সাহসের দরকার ছিল। একটি দৃশ্য আছে, যেখানে আমাকে লক্ষ্য করে ছুরি মারা হয়। অল্পের জন্য সেটি আমার শরীরে লাগেনি।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
মিথিলা আরও বলেন, ‘এই সিনেমার শুটিং হয়েছে কালীগঙ্গা নদীর পারে। নৌকায়ও বেশ কিছু চ্যালেঞ্জিং দৃশ্য আছে আমার। পরিচালক যেভাবে চেয়েছেন, সেভাবেই নিজের সর্বোচ্চটা দিয়ে অভিনয় করার চেষ্টা করেছি।’ ‘জলে জ্বলে তারা’ সিনেমায় মিথিলার বিপরীতে রয়েছেন এফএস নাঈম। তার চরিত্রের নাম হোসেন মাঝি।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা